আমাদের কথা খুঁজে নিন

   

বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট কার কার আছে, হাত তোলেন তো দেখি...

অতীত নিয়ে ভেবোনা। অতীত থেকে শিক্ষা নাও আর ভবিষ্যতের জন্য ভাব, অদূর আর সুদূর ভবিষ্যত... ধুর, আর ভাল লাগেনা। এই অসহনীয় স্পীড আর দেখতে ইচ্ছা করছেনা। মাঝে মাঝে একটু লোভ দেখায়, গড়ে ১৫কেবি দিয়ে, কিন্তু এখন অধিকাংশ সময়ই স্পীড ০-৫কেবি। যখন লাইন থাকার পরও ০ কেবি থাকে, মনে হয় মোবাইলরেই ধইরা একটা আছাড় দেই।

এমনিতেই লোডশেডিং এর যন্ত্রণা, তার উপর... ভাবছি, বিটিসিএলের ব্রডব্যান্ড নিব। এখনতো দেখলাম, রেটও নাকি আরো কমাবে। ১৬ কেবি ৫০০ টাকা, ৩২ কেবি ৯০০ টাকা। আমি অনেক ডাউনলোড করি, আনলিমিটেড ছাড়া পোষাবেনা। এটা আগেই নিতাম, জিপি আর লিংক থেকে তো দূরে থাকা যেত।

দুটো সমস্যা। ল্যাপটপের সাথে করে যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবেনা (অনেক বড় সমস্যা) আর নতুন করে মডেম কিনতে হবে (মোবাইলে তো ভাল, একই সাথে দুই কাজ )। তবু, একটা পেতে হলে তো আরেকটা ছাড়তেই হবে। কিন্তু কথা হল, এর স্পীড কেমন ? ১৬ কেবি যে বলে, কত পাওয়া যাবে ? প্রথমে গ্রামীণ দিয়েই শুরু করেছিলাম। যখন প্রিপেইডে আনলিমিটেড দিল, তখন তো পোস্টপেইড সিমটাই হারিয়ে ফেললাম, কারণ আমার রেগুলার নাম্বার প্রিপেইড।

এরপর যখন বন্ধ করে দিল, পড়লাম বিপদে। বাঁচাল (!) বাংলালিংক, ৩৭৫ টাকায় ১৫ দিনের আনলিমিটেড। প্রথমে তো খুব ভাল ছিল, গড়ে ২০ কেবি, মাঝে মাঝে ২৫কেবিও পেতাম। আর এখন মাঝে জানলাম, জিপিতে নাকি রিকোয়েস্ট করলে আবার আনলিমিটেড চালু করা যায়। তো টাকা ভরে ভুলে পি২ এর বদলে পি৪ দিলাম।

পরে ভাবলাম, দেখি এটাই, কি অবস্থা। যা দেখলাম, ভয়াবহ... মাঝখান দিয়ে টাকাটা জলে গেল। এখন, হয় এটাই চালাতে হবে, না হয় বিটিসিএল এর ব্রডব্যান্ড। লোকাল ব্রডব্যান্ড এখানে আসেনি এখনও, ওয়াইম্যাক্স ও রেন্জের বাইরে।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.