আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে টিএ্নটি / বিটিসিএল



কিছুদিন আগে এক প্রযুক্তি মেলায় গিয়েছিলাম। বেশকিছু কোম্পানী তাদের ইন্টারনেট ওফার দেখলাম। এখনও বিটিসিএল এর আনলিমিটেড এর চার্জ টাকা ১০০০ + ১৫% ভ্যাট। অন্য কোন অপশন নাই যেখানে অন্য অপারেটরের ৩০০/= টাকা পর্যন্ত অপশন আছে। আমার বক্তব্য হচ্ছে যেখানে অন্য অপারেটর ৩০০ টাকা অপশন দিতে পারে, বিটিসিএল কেন ১৫০ বা ২০০ টাকায় দিতে পারেনা, আনলিমিটেড যেখানে ৭০০ - ৮০০ টাকায় পাওয়া যায়, বিটিসিএল কেন ১০০০ টাকার উপরে? আমি কোন সন্দেহ ছাড়াই বলতে পারি যে, বিটিসিএল থেকে লাইন নিয়ে কোন গ্রাহক অন্য অপারেটর এর থেকে যে সার্ভিস পান, তা তিনি বিটিসিএল থেকে আশা করতে পারেনা।

আমার ব্যক্তিগত একটা উদাহারণ দেই, এটা টেলিফোন সংক্রান্ত আমি ৬ মাস আগে ১ টি টেলিফোন কানেকশন নেই। সরকার ফি + নিজে টেলিফোনের তার ক্রয় ১০০ মি (তাদের দাবী অনুয়াী + বকশিস আমার ২০০০ টাকা খরচ হয়। ঠিক ২ মাস পর আমি একাই এলাকায় বাসা পরিবর্তন করি। তারা আমার নিকট ১৫০০ টাকা দাবী করে যেখানে সরকারের ফি হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকা। আমারা কি ভাবে উন্নত তথ্যপ্রযুক্তি সরকারের নিকট আশা করতে পারি, যেখানে পুরানে শিকড় এখনো রয়ে গেছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.