আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন বিদ্যুৎ গেলনা ....কেইস কি ? .....নববর্ষের এই উপহারটা কিডা দিল ? ঢন্যবাদ।

বল বীর! চির উন্নত মম শির!

শুভ নববর্য ব্লগারগন। আনন্দের সংবাদ সারাদিন বিদ্যুৎ যায় নাই। কারনটা কি জানেন নাকি কেউ ? রাতারাতি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি পূরন হইল কিভাবে!! যাক যেভাবেই হোক আজকের জন্য সংশ্লিস্ট সবাইকে ধন্যবাদ। অবশ্য এতে হাল্কা ভেজাল হয়ে গেছে আমার। সকালে ঘুম থেকে উঠে ঠিক করলাম আজকে বাইরে যাবনা । ক্লাসমেট দের ডাকাডাকি উপেক্ষা করে ঠিক করলাম প্রথম দফা কারেন্ট গেলে টার্ম পেপার কিভাবে লেখব সেটা চিন্তা করব , তারপর কারেন্ট এলে টার্ম পেপার নিয়ে বসব। এদিকে কারন্ট যেতে দেরী :-* হচ্ছে দেখে কম্পিউটারে গেমস নিয়ে বসলাম। ব্যস কখন দুপুর হয়ে গেল টের পেলাম না। কারেন্ট গেল না টার্ম পেপারের কাজও হলো না!!!! আচ্ছা আজকেই কি এই আনন্দের শেষ? কিভাবে বিদ্যুৎ থাকলো সারাদিন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।