আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি করেছি প্রান্তিক কৃষকের জন্য?

আমার যত কথামালা....

মাত্র ৩ মাস আগে যখন প্রচন্ড শীতে কৃষকের বোরোর বীজতলা নষ্ট হচ্ছিল। কৃষক যখন দিশাহরা। ভেবে কুল পাচ্ছিলনা কিভাবে তার ফসলের মাঠ ভরে উঠবে । ঠিক এই সময় তাদেরকে (কৃষক) কি আমরা কোনো ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি? আমার ত মনে হয় দেয়নি। তাহলে ত তাদেরকে ১ বিঘা জমির বীজ চারা ১৫০০-২০০০ হাজার টাকায় কিনতে হতো না।

আমাদের কৃষি মন্ত্রানালয় এই আপদ কালীন সংকট উত্তণের কোনো তথ্য দিয়ে সাহয্য করিনি। কিভাবে প্রচন্ড শীতে বীজ তলা রক্ষা করতে হয়। এই প্রচার টুকুই করতে দেখা যায়নি এই মন্ত্রনালয়ের কাউকে। অথচ এই কৃষকই আমাদের খাদ্য উৎপাদন করে আসছে। এই তথ্য প্রযুক্তি যুগে কৃষককে এই ধরনের তথ্য ও প্রযুক্তি না দেওয়া কেবল কৃষকের ঘাড়তি নয় গোটা জাতির খাদ্য ঘাড়তি যা আগামীতে প্রভাব ফেলবে।

আমরা যদি এই রকমের অপদ কালীন সংকটে কৃষকে তাঁর তথ্য এবং প্রযুক্তি দিয়ে সহযোগী তা না করতে পারি তহলে এই সরকারে "ডিজিটাল বাংলাদেশ" গড়ার স্বপ্ন শুধু একটি শোগান হয়ে থাকবে আলোর মুখ দেখবে না কোনো দিন এই পোষ্টটি প্রথম প্রকাশ করি প্রথম আলো ব্লগে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.