আমাদের কথা খুঁজে নিন

   

শেষ চৈত্রের রাতে

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

অবশেষে সিলেট বিভাগ সবুজ হতে শুরু করেছে। খুব অল্প সময়ের জন্যে ভারি বর্ষন হয়। সেই সাথে তুমুল ঝড় আর শিল। তবে সপ্তাহে দু এক বারের বেশি নয়।

এটা এই এক মাসের চিত্র। চা বাগান আর ন্যাড়া পাহাড় গুলো সবুজে সবুজে ভরে গেছে। উজান থেকে পানি ধেয়ে নেমে আসছে। সবটাই ভারতের পানি। নদীর বুক এখন টুই টম্বুর।

কেউ দেখলে বলবে ভরা বর্ষা। দেখতে ঘোলা তবে পানি খুব শীতল। পা ভেজালে আর উঠতে ইচ্ছে করে না। নদীতে অনেক স্রোত। ভাবছি লম্বা একটা নৌকা ভ্রমন করব এই অমাবস্যাতে।

বাঁধাঘাট টু ভোলাগঞ্জ। বালিতোলার ইজ্ঞিন নৌকাতে চড়ব ঠিক রাত দশটা এগারটার দিকে। তিন চার ঘন্টা লাগবে পৌছাতে। কিন্তু সমস্যায় পড়ে গেছি। আমার বন্ধুদের দুজন সাঁতার জানে না।

নদীর স্রোত দেখে ওদের ভয় ধরে গেছে। কেউ আছেন নাকি? চলুন ঘুরে আসি সামনের শেষ চৈত্রের রাতে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।