আমাদের কথা খুঁজে নিন

   

ভারতবর্ষের দর্শনীয় স্থানগুলো - ৩

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
আগের পর্ব Kanha National Park কানহা ন্যাশনাল পার্ক মধ্য-প্রদেশের মন্দলা এবং বালাঘাট জেলায় অবস্থিত। কানহা-তে ভারতের সর্বোচ্চ সংখ্যক বাঘের আনাগোনা রয়েছে। এই জঙ্গল নিয়েই কিপলিং এর "জঙ্গল বুক"-গল্পটি তৈরী হয় (মুগলী, বাঘিরা এবং শের খান)। প্রায় ২০০ প্রজাতির পাখীর দেখা মিলে এই কানহাতে।

আরও জানতে এইখানে ক্লিক করুন Ujjain উজ্জয়িনী ভারতের পুণ্য এবং পবিত্র স্থানগুলোর একটি। এটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। প্রাচীন হিন্দু শাস্ত্রমতে এই স্থানের আদি নাম ছিল অবন্তীকা। পরে অবন্তীর রাজা শিব ত্রিপুরার অসুর নিধন উদযাপনের সময় এই স্থানের নাম পরিবর্তন করে রাখেন উজ্জয়িনী (যে গৌরবের সাথে জয় করে)। হিন্দুদের সাতটি পুণ্যভূমির মাঝে উজ্জয়িনী একটি।

এখানে প্রতি বারো বছর অন্তর কুম্ভমেলা বসে। সম্রাট অশোক এবং বিক্রমাধিত্যের মত শাসকরা উজ্জয়িনী শাসন করেছেন। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মাঝে একটি। মহাকালেশ্বর মন্দিরের বিশদ বিবরণ পাওয়া যায় প্রাচীন অনেক পুরাণে। কালিদাস থেকে শুরু করে অনেক সাংস্কৃতিক পন্ডিত এই মন্দিরকে নানা ভূষণে ভূষিত করেছেন।

ভারতের সময় গণনার জন্য উজ্জয়িনী কেন্দ্রবিন্দু ছিল। আরও জানতে এইখানে ক্লিক করুন Mandu Mandu পশ্চিম মধ্য প্রদেশের মালওয়া অঞ্চলের ধার জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর। শহরটি আফগানদের দ্বারা নির্মিত। এর আদি নাম ছিল আনন্দের নগরী। Mandu তার নজরকাড়া সব স্থাপনা, প্রাসাদ, মসজিদের জন্য বিখ্যাত।

কবি এবং রাজপুত্র বাজ বাহাদুর এবং রাণী রুপমতীর জীবন এবং প্রেমগাথা Mandu-র দেয়ালে দেয়ালে গাথাঁ আছে। মালওয়ার লোকশিল্পীরা আজও এই রাজকীয় প্রেমিক যুগলের প্রণয়গীত গেয়ে বেড়ান। Mandu-র উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে জাহাজ মহল (জাহাজের আদলে তৈরী), হিন্দোলা মহল, হোসেন শাহ্‌ এর কবর (এটি ভারতের প্রথম মার্বেল পাথরের স্থাপনা। মোগল সম্রাট শাহ্‌জাহান তার স্থাপনাবিদদের তাজমহল নির্মাণের আগে এই স্থাপনা পরীক্ষা নিরীক্ষা করতে পাঠিয়েছিলেন), জামে মসজিদ (দামেস্কের বিখ্যাত মসজিদের আদলে তৈরী), রুপমতীর প্যাভিলিয়ন, বাজ বাহাদুরের প্রাসাদ এবং ইকো পয়েন্ট (এইখানে দাঁড়িয়ে চিৎকার জুড়ে দিলে বহুদূরের স্থাপনায় সে শব্দ প্রতিধ্বনিত হয়) আরও জানতে এইখানে ক্লিক করুন
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.