আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাকে ফায়ারফক্স এবং সাফারী ক্র‍্যাশ সমস্যা

...

গতমাসে একটি ম‍্যাকবুক কিনলাম। আগের এইচপি'টি অর্ধেক অক্কা পাবার পর চোর এসে নষ্টটিই নিয়ে গেছে। যাক, ল‍্যাঠা গেছে নাহয় ওটা থেকে রিপেয়ারার ব‍্যাটা কি কি চুরি করেছিলো তার খতিয়ান দেখতে দেখতে মেজাজ খারাপ হতো। আর বেঁচবো নাকি রেখে দেবো সাজিয়ে তা নিয়ে কিঞ্চিৎ হলে মাথা ব‍্যয় করে সময় কাটতো। চোর বাবাজী চুরি করার পর আরেকটা কেনা ফরজ হয়ে গেলো।

কিন্তু আর এইচপি বা অন‍্য ল‍্যাপটপে ভরসা পেলাম না। হার্ডওয়ারের দিক থেকে এবং ব‍্যাটারির দিক থেকে ম‍্যাক আগে থেকেই পছন্দ। তারউপর আছে আইফোন অ‍্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের হাতছানি। তাই কিনেই ফেললাম ম‍্যাকবুক। দু'বছর উবুন্তুতে কাজ করে অভ‍্যস্ত কিন্তু ম‍্যাকে আগে তেমন কাজ করা হয়নি।

প্রথম দিকে বেশ সমস‍্যা হলো অভ‍্যস্ত হতে। যেমন: ফোল্ডার কপি করে পেস্ট করতে গেলে একই নামের ফোল্ডারকে ওভাররাইট করে দিতে চায়। মহা ঝক্কি! সহজ সরল এবং ফুলপ্রুফ ইন্টারফেস করতে গিয়ে অনেক ফিচারই রাখেনি অ‍্যাপল। তার উপর আছে সফটওয়ার পাওয়ার ঝামেলা। যদিও http://www.opensourcemac.org অনেকগুলোর অভাব পুরিয়ে দেয়।

তবুও ম‍্যাক লিনাক্সের চেয়ে কষ্টকর! লিনাক্সে প্রায় সবধরণের বিকল্প বা ওপেনসোর্স সফটওয়‍্যার পেলেও ম‍্যাকে অনেককিছুই মিস করছি। আরেকটি মিস করছি হাইবারনেট অপশনটি। যদিও ম‍্যাকের স্লীপ অপশনটি অনেকটাই হাইবারনেটের মতো। কিন্তু স্লীপ বা স্ট‍্যান্ডবাই মোডে এটা নিয়ে চলাফেরা রিস্কি হয়ে যায়। সেটির বিকল্প অবশ‍্য আছে স্লিপ মোড'কে হাইবারনেটে নিয়ে যাবার জন‍্য সেটিং বদলে দিতে হয়।

এখনো করে দেখা হয়নি। তবে ইদানিং যে ঝামেলাটিতে পড়ছি তা হলো দু'তিনদিন ধরে ফায়ারফক্স বা সাফারি যা দিয়েই জিমেইল খুলি তাই সাথে সাথে ক্র‍্যাশ করে। কি করা যায় ভাবছি, কেউ এধরণের সমস‍্যায় পড়ে থাকলে তার অভিজ্ঞতা জানালে খুশি হবো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।