আমাদের কথা খুঁজে নিন

   

ঝমঝমানো- ০৫


সরসিজ আলীম ঝমঝমানো- ০৫ নাম লিখিয়াছি জলে পদ্মের পাতায় পিছলে পড়ে পাতায় নারীর যৌবন কচি পাতাদের দোলা গাছের শাখায় নতুন যৌবনা নারী ফাগুনের দেশে খোয়াবের বনে ফোটে নব নব ফুল দেবালয় হতে ছোটে কামনার বাস পুতুলের ঘর ভাসে আচমকা বানে পুতুলেরা তবে বিবি আয়েশার সখা ঝমঝমানো রাত্তির মরুর আয়েশা বয়েসী বৃক্ষের ডালে দুটি কচি পাতা আয়েশা খানম তবে যৌন কোজাগর সারাটি দেহে জড়ানো সফেদ পাগড়ি একটানে বুকে লয় মরদ তাহার রক্তাক্ত হয় তাহার নাঙ্গা তলোয়ার ০৫।০৪।২০১০, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।