আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার

নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারব্যবস্থার রূপরেখা আলোচনার ভিত্তিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি আরও বলেন, এ বিষয়ে সংবিধানেই বলা আছে। এছাড়া ধর্মকে রাজনীতিতে ব্যবহারকারীরা জঙ্গি প্রশিক্ষণ নিয়ে দেশে সন্ত্রাসবাদের মাধ্যমে গণতন্ত্রকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি আজ সোমবার সকালে রাজধানী হোটেল রূপসী বাংলা হোটেলে সার্ক রিজিওনাল জুডিশিয়াল কনফারেন্স অন মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিজম ফিন্যান্সিং’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংবিধানেই বলা আছে, নির্বাচনের সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার করার কথা।

৭২-এর সংবিধানেই সেটি আছে। সংবিধানের ৫৬, ৫৭ অনুচ্ছেদ যদি দেখেন তাহলে কিন্তু সেখানে এটাই বলা আছে।

তাছাড়া নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন হলো আমাদের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন শক্তিশালী আছে।

তারা স্বাধীনভাবেই কাজ করে।

অপরদিকে আইনমন্ত্রী বলেন, তালিবান স্ট্যান্ডার্ডে ট্রেনিং নিয়ে কোনো কোনো সংগঠন ধর্মভিত্তিক রাজনীতি করতে চাচ্ছে। এ সকল সংগঠনে জড়িতরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। যারাই চালাচ্ছে, তাদের কার্যক্রম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তারা অস্ত্র সজ্জিত হয়ে সাধারণ মানুষকে আক্রমণ করতে চাচ্ছে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।

অর্থাৎ গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে বাধা সৃষ্টি করছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.