আমাদের কথা খুঁজে নিন

   

ঘিলু বিষয়ক আলোচনার সূত্রপাত...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ঘিলু ব্যাপারটা অনেক আপেক্ষিক...কে যে কি বোঝে! কেমনে বোঝে! এই পদ্ধতি বুঝতে এই আমলে মনে হয় মনোচিকিৎসকগোও জান বাইর হইয়া যায়...মনোবিশ্লেষকরা পুরান তত্ত্বেই আবার তার আশ্রয় খুঁজেন... মানুষের অভিজ্ঞতার এলাকা যেমনে বাড়তেছে...মানুষের বিশ্লেষণের মাপকাঠি যেমনে বিস্তৃত হইতেছে...আর এইসবে মানুষের অংশগ্রহণ যতো বৈষম্যপূর্ণ হইতেছে...তাতে আর যাই হোক না হোক, বিচার বিশ্লেষণ কিম্বা ঘিলুর ব্যবহারেরর পার্থক্য তৈরী হইতাছে... আর ক্ষমতা অনেক অন্যরম আদলে আসে...সেইসবে ভক্ত হয় যারা, তাগোও ঘিলু হয় বৈষম্যপূর্ণ...আমরা যাগো ছাগল বলি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।