আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনার শীর্ষে ডা. জোবায়দা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন মর্মে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। খবরটি ছড়িয়ে পড়তেই তারেকপ্রেমীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়।   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দার এই সাফল্যে খালেদা জিয়া নিজেও গর্বিত বলে দাবি করছেন তারেক সমর্থকরা। তাদের দাবি, খালেদা জিয়া পুত্রবধুর এ সাফল্যে তাৎক্ষণিক অভিনন্দনও জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের এক নেত্রী বলেন, খালেদা জিয়া তার পুত্রবধুর সাফল্যে খুব খুশি হয়েছেন বলে শুনেছি।

জোবায়দাকে নিয়ে তিনি খুব গর্বিত। দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,  ডা. জোবায়দা রহমান খুব মেধাবী। তার এই সাফল্যে নিঃসন্দেহে সবাই আনন্দিত হবেন। ইতোমধ্যে দলের তথ্যবাহী ও প্রচারণামূলক ওয়েবসাইটসহ ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে খবরটি দ্রুতই পৌঁছে দেওয়া হয়েছে।

ফেসবুকে সরাসরি বিএনপি পরিচালিত পেজটিতে শুক্রবার এ সম্পর্কিত একটি পোস্টও দেওয়া হয়।

এতে জোবায়দাকে অভিনন্দন জানিয়ে কেউ কেউ তাকে ‘আগামীর খালেদা’ আখ্যা দিয়েছেন। কেউ আবার তুলনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রবধুর সঙ্গে।

সংশ্লিষ্টরা জানান, গণমাধ্যমেও যেন খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়, সেই উদ্যোগও নিয়েছেন তারেকপ্রেমীরা।   রাজনীতির বর্তমান পরিস্থিতিতে জোবায়দার এতো বড় সাফল্য তাকে আরও জনপ্রিয়তা দেবে বলে মনে করছেন বিএনপি পন্থিরা। দলেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

বিএনপির নেতা-কর্মীদের অনেকেই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। আগ্রহ দেখাচ্ছেন বিষয়টির প্রচারণার দিকেও। বিশেষ করে, সিলেটের মেয়ে জোবায়দাকে নিয়ে সিলেটের নেতাদের গর্ব ও প্রচারের আগ্রহ বেশি লক্ষ করা গেছে।

উল্লেখ্য, জোবায়দা ইমপেরিয়াল কলেজ লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অফ কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন। চার বছরের মাস্টার্স অফ কার্ডিওলজিতে (এমএসসি ইন কার্ডিওলজি) ডিস্টিংশনসহ শতকরা ৮৩ ভাগ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জোবায়দা।

ইউরোপীয় ইউনিয়ন (ইউই), কমনওয়েলথভ‍ুক্ত দেশ, নাইজেরিয়া, চীনসহ মোট ৫৫টি দেশের ছাত্র-ছাত্রীরা এই কোর্সে অংশ নিয়েছিলেন।

তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, জোবায়দার দেশে ফেরায় বড় ধরনের কোনো বাধা না থাকলেও তিনি লন্ডনে চিকিৎসারত তারেককে একা রেখে ফিরতে রাজি হচ্ছেন না। সার্বক্ষণিক তারেক রহমানের দেখভাল ও চিকিৎসার তদারকি করছেন তিনি। দেশে অবস্থানরত জোবায়দা রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়,  জোবায়দা বাংলাদেশের চিকিৎসাশাস্ত্রে উন্নয়নের বিষয়ে উদগ্রিব। দেশে ফিরে আন্তর্জাতিক মানের একটি হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা কর‍ার উদ্যোগ নেবেন তিনি।

তারা আরও জানান, বিশালাকার একটি হাসপাতাল গড়ার স্বপ্ন দেখেন জোবায়দা।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.