আমাদের কথা খুঁজে নিন

   

একখান আউলা পোষ্ট

হঠাৎ শুন্যতা ...................

অফিসে বিদ্যুৎ নাই তাই একখান আউলা পোষ্ট লিখলাম... মানুষ কিছু বিষয় দেখে শিখে আর কিছু ঠেকে... আমরা বাঙ্গাল রা বেশির ভাগ বিষয় শিখি ঠেকে...যথাঃ ১. বিদ্যুৎঃ কি আর বলবো...সর্বাঙ্গে ব্যাথা...মলম দিব কোথা... ২. গরমঃ মলম দেবার যায়গা নাই...নিত্য গরম হচ্ছি তাই ৩. তৃষ্ণাঃ আচ্ছা...আর্মি কি পানি উৎপাদন করে...তবে তারা আসলে কিঞ্চিৎ সমর্স্যা সমাধান হয় কেন? ৪. সময়ঃ বাঙ্গালদের কোন কালেই সময়-ঞ্জান ছিলো...সাম্প্রতিক আমরা শিখেছি...সময় বহমান নহে...চাইলে সময়কে আমরা পশ্চাদেশ দেখাইতে পারি ৫. অন্ধকারঃ বাঙ্গাল ১-৪ যদি চৌক্ষে আন্ধার না দেখে তাহলে কইতে হইবো বাঙ্গালের চক্ষু নাই ৬. ধৈর্য্যঃ বাঙ্গালের অসীম ধৈর্য্য...আমরা প্রতি ৫ বছর পর পর নির্বাচন করি দুই চোরের কারে চুরির সুযোগ দিমু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।