আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নঃ আমি কেন জাগরী?



- ১৯৯০ সাল, স্থান বি এ এফ শাহীন স্কুলের বড় খেলার মাঠের এক কোণা আর দাড়িয়ে আছি আমরা কয়েকজন স্কুলে পড়ুয়া ছেলেমেয়ে। তুমুল তক! দেশের কিছুই হবে না! বাইরে যাব পড়তে তারপরে সেইখানেই settle করব। আমি গলা ফাটায়ে তক করতেছি অবশ্যই হবে, আমরাই করব, আমি ঘৃনা করি অদের জারা দেশের বাইরে settle করে! আহা কি সুন্দর দেশ গড়ার সুযোগ আসতেছে, এরশাদ এবার যাবেই! - ২০০০ সাল, স্থান ঢাকা বিশ্ববিদ্দ্যালয় কাম্পাস। দাড়িয়ে আছি কয়েকজন বিশ্ববিদ্দ্যালয় পড়ুয়া ছেলেমেয়ে Business Studies অনুষদের সামনে। তুমুল তক! দেশের কিছুই হবে না! দেখ না কারা রাজনিতী করে! অদের পকেটে পিস্তল, হা্য হায় কবে পাশ করবো, ওরা খালী হরতাল ডাকে! আমি গলা ফাটায়ে তক করতেছি অবশ্যই হবে, আমরাই করব, আমরা রাজনিতী করি না বলেই্তো মাস্তান ছেলেরা রাজনিতী করে! এই যে রাজনিতী নিয়ে কথা বলতেছি, আড্ডা দিতেছি এই দিয়েই হবে।

আমরাতো রাজনিতী সচেতন! এইতো অংশগ্রহন করতেছি নিজের মত করে! - ২০১০ সাল, স্থান ঢাকা শররের একটা বাসা, সামনে একটা লাপ্টপ। পরছি ব্লগ! তুমুল তক! জাগরী কি? কেন? উদ্দেশ্যটা কি? ভাল উদ্দ্যোগ! কতদিন করবেন? নতুন এনজিও নাতো? ৩ টা বছর আগে ফিরে যাই? MBA শেষ করে বিদেশ ফেরত আমি। ঢাকা বিশ্ববিদ্দ্যালয়ে কাজ নিয়েছি। কিছু একটা করবোই! দেশে একটা পরিবতন! রাজনিতী নিয়ে মাতামাতি করা যাবে না। রাজনৈতিক দলের অনেক নেতারা জেলে বা দুনিতীর দায়ে অভিযুক্ত।

কিন্তু রাজনিতী ছাড়া তো হবে না। আমরা সাধারন মানুষ রাজনিতী করতে চাই। কিন্তু আমরা কোন দলের না। আমাদের ভিন্ন রাজনৈতিক মতাদশ আছে। কিন্তু আমাদের দেশ গড়ার ক্ষেত্রে নিজশ কিছু বলারও আছে, করার আছে।

নিতি নিধারনী ক্ষেত্রে করার আছে। জাগরী সেইরকমই একটা রাজনৈতিক মঞ্চ যেখানে আমরা দলীয় রাজনিতী্র কোন নিয়মে বাধা নই। এখানে নেতার সব কথাই হা বলতে হয় না অন্যায় জেনেও। যেখানে আমি আমার খুদ্র জ্ঞান নিয়ে দেশ নিয়ে কথা বলি, পলিসি নিয়ে কথা বলি, অনেকের কাছ থেকে শিখি, জবাবদিহিতার পরিবেশ গড়ে তুলি। আমাদের সামনে অনেক কারণ আছে হতাশ হওয়ার কিন্তু হতাশ হয়ে বসে থাকার সুযোগ আর নেই।

আমরা আমাদের মত করে বলতে চাই। আজ আমরা ককেকজন জাগরী। আমি শুনতে পাই একদিন অনেকগুলো কন্ঠ বলছে আমরা জাগরী। আমরা রাজনি্তীতে অংশগ্রণ করি, সক্রিয়ভাবে, informed analysis আর advocacy করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.