আমাদের কথা খুঁজে নিন

   

দেখা হয় নাই চক্ষু মেলিয়া : মেহেরপুর জেলা



সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের স্মারক অসংখ্য পুরাকীর্তি, ঐতিহাসিক এবং নয়নাভিরম স্থান। এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজ থাকছে মেহেরপুর জেলার বিভিন্ন পুরাকীর্তি, ঐতিহাসিক এবং নয়নাভিরম স্থান। সেই সাথে থাকছে কিভাবে এসব স্থানে ভ্রমন করা তার বিস্তারিত বিবরণ। মুজিবনগর স্মৃতিসৌধ ও ঐতিহাসিক আম্রকানন: ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার (বর্তমান মুজিবনগর উপজেলা) বৈদ্যনাথ তলা গ্রামের ঐতিহাসিক আম্রকাননে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশ বিদেশের বরেণ্য সাংবাদিকেরা উপস্থিত থেকে স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করেন। এ ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নতুন প্রাণ সঞ্চার করে এবং বাংলাদেশ সরকারের আইনানুগ বৈধতা প্রদান করেন। ঐতিহাসিক শপথ গ্রহণের স্থানে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। উক্ত স্মৃতিসৌধ ও ঐতিহাসিক আম্রকানন যেকোন পর্যটকের দৃষ্টি আকর্ষণ করবে। মহান মুক্তিযুদ্ধের শুরুর প্রাক্কালে মেহেরপুর সদর থানার (বর্তমানে মুজিবনগরথানা) বৈদ্যনাথ তলার গ্রামে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার অর্থাৎ ‘‘মুজিবনগর সরকার’’ শপথ গ্রহণের স্থানে নির্মিত স্মৃতিসৌধ। মহান মুক্তিযুদ্ধের শুরুর প্রাক্কালে মেহেরপুর সদর থানার (বর্তমানে মুজিবনগর থানা) বৈদ্যনাথ তলার এ আম্রকাননে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার অর্থাৎ ‘‘মুজিবনগর সরকার’’ শপথ গ্রহণ করেন বিস্তারিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.