আমাদের কথা খুঁজে নিন

   

‘বান কি-মুন ব্যর্থ হলে সাংবিধানিক সঙ্কট’

সোমবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
“জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও দুই নেত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপে বসতে বলেছেন। আমাদের বক্তব্য স্পষ্ট,  জাতিসংঘ মহাসচিবের সংলাপের প্রস্তাব ব্যর্থ হলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। ”
আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমুখী অবস্থানের প্রেক্ষাপটে  গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন বান কি-মুন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে আসছে, সংবিধান অনুযায়ী দলীয় সরকার থাকা অবস্থাতেই আগামী নির্বাচন হবে।

অন্যদিকে বিরোধী দল বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।  
রফিকুল ইসলাম মিয়া বলেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান একটি মীমাংসিত বিষয় ছিল। তিনটি নির্বাচন এই বিধানে হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ম্যান্ডেট না নিয়েই বিধানটি বাতিল করে দিয়েছে। ”
আওয়ামী লীগের কারণেই দেশ বর্তমানে ‘রাজনৈতিক সঙ্কটে’ পড়েছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।


তিনি বলেন, “এর সমাধানে উদ্যোগ তাদেরই নিতে হবে। সংকট নিরসনে জাতিসংঘের  মহাসচিব যে সংলাপের প্রস্তাব দিয়েছেন, আমরা একে সমর্থন করি। আমরা চাই, সব দলের অংশগ্রহণে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এজন্য প্রয়োজন নির্দলীয় সরকার। ”
ক্ষমতাসীন দলের নেতারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেন রফিকুল ইসলাম মিয়া।


তিনি বলেন, “সরকারি দলের মন্ত্রী-নেতারা সমালোচনা সহ্য করতে পারেন না। দেশের পরিস্থিতি ও সঙ্কট নিয়ে সব নাগরিকেরই কথা বলার অধিকার রয়েছে। এটা দোষের কিছু না। ”
দেশে অশান্তি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে মুহাম্মদ ইউনূস গত ২২ অগাস্ট এক সংবাদ সম্মেলনে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এই মত প্রকাশ করায় ইউনূসকে ধন্যবাদ জানান রফিকুল।


সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  ব্যারিস্টার শাহজাহান ওমর ও মহানগর সদস্য সচিব আবদুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।