আমাদের কথা খুঁজে নিন

   

আসুন মাল্টিলেবেল মার্কেটিং করি। হায় রে হায় । আমজনতার আড়াইশ কোটি টাকা নিয়ে উধাও গ্রেট নেটওয়ার্ক



ঢাকা, ৪ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): আমজনতার আড়াইশ কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়েছে গ্রেট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড নামের এক মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি। শনিবার রাজধানী ও এর আশপাশে তাদের ৯ শাখার সবকটিতে তালা ঝুলতে দেখা গেছে। দেখা গেছে গ্রাহকদের বিক্ষোভ। সর্বস্ব হারিয়ে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। শনিবার রাতে শ্যামপুর থানা পুলিশ জুরাইনের ৩০১ নতুন রাস্তায় প্রতিষ্ঠানটির প্রধান শাখায় রেইড দিয়ে কয়েকটি কম্পিউটারসহ মালামাল জব্দ করেছে।

শ্যামপুর থানার এএসআই মোসলেম জানান, থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আবদুল হালিম জানান, এভাবে সঞ্চয় হারাবো ভাবতেও পারছি না। জানা গেছে, ২০০৯ সালের অক্টোবরে ঢাকার জুরাইন মাজার রোডে গ্রেট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড নামের একটি এমএলএম কোম্পানি খোলা হয়। তাতে ৩৬০০, ৩৮০০ ও ৪২০০ টাকার বিনিময়ে একটি আইডি সংগ্রহ করে কোম্পানি সদস্য হতে থাকেন আগ্রহীরা। ৫০ হাজার থেকে শুরু করে ২০ লাখ টাকা দিয়ে আইডি ক্রয় করেন অনেকেই।

একটি আইডির বিপরীতে ওই কোম্পানি থেকে মোবাইল ফোন, তেল, কাপড়-চোপড়সহ বিভিন্ন পণ্য দেয়ার কথা ছিল। এছাড়া ৬৫ দিনের মধ্যে গ্রাহককে তার চালান ফেরত দিয়ে পরবর্তী সময়ে লাভ দেয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে ওই কোম্পানির নাজিরাবাজার, হাসনাবাদ, যাত্রাবাড়ী, চাঁদপুর ও সিলেটসহ ৯টি শাখায় তালা লাগিয়ে দিয়ে সব কর্মকর্তা-কর্মচারী পালিয়ে যায়। প্রথমে গ্রাহকরা বিষয়টি বুঝতে না পারলেও শনিবার বিষয়টি জানাজানি হয়। বৃহস্পতিবারের পর থেকে কোম্পানির প্রধান তৌহিদুল হক রাজিবসহ সব কর্মকর্তা-কর্মচারীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনার পরে জুরাইনসহ আশপাশের গ্রহকরা ওই কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা দায়ের করেছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।