আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম মাউন্ট লফটি

আমি একজন খারপ হলেও ভাল মানুষ......... প্রবাস জীবনে এসে ব্যস্ততায় আর কিছুটা মন খারাপ নিয়ে কেটে গেল কয়েকটা মাস। ভাল মন্দ সব মিলিয়ে, আজ অনেকদিন পর ব্লগ লিখতে বসলাম, কবিতা ছাড়া গদ্য আমি লিখতে পারি না তাই মাঝে মাঝে কিছু চেষ্টা আরকি...... দেশে যখন ছিলাম তখন ঘর ব্যাপারটা ছিল শুধু আরামের জায়গা কিন্তু প্রবাসে এসে বুঝলাম পড়াশুনার সাথে ঘর ম্যানেজ রান্না কত কাজ। তখন মাকে খুব বেশি মনে পরে, আগে পান থেকে চুন খসলেই কত রাগ করতাম আর এখন রাগ করার মত সময় করে উঠতে পারি না। তাই সারা সপ্তাহের ব্যাস্ততার পর উইকএণ্ড আসে তখন খুব ভালো লাগে। কিন্তু এখন দেখা যায় ছুটির দিনগুলিতে কাজ আরও বেশী থাকে।

সারা সপ্তাহের বাজার, ঘর পরিস্কার, আর আছে নেমতন্ন, আগে এই নেমতন্ন ব্যাপারটা খুবি ভালো লাগোত কিন্তু এখন মনে হয় মাঝে মাঝে ঘরে কোন কাজ ছাড়া বসে থাকাটাও ভালো। তাও এভাবেই চলে যাচ্ছে জীবন। আবার ভালোও লাগে যখন দেখি আমি এখন অনেক গোছানো মানুষ হয়ে গেছি (যে বাসায় এক গ্লাস জল ও ভরে খায়নি ) তো অনেক কথাই বলে ফেললাম আসলটা বাদে। কিছুদিন আগে একটু সময় করে এডিলেডের মাউন্ট লফটি তে গেছিলাম। এডিলেড সাউথ আস্ট্রেলিয়ার একটা জায়গা।

অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য। মাঝে মাঝে সময় পেলে বেরিয়ে যাই অজানার উদ্দেশ্যে। সেদিওন এমনটাই হল। এমনিতে এডিলেড ছোট একটা জায়গা, কিছু পাহাড়, সবুজ, আর নিরিবিলি বলে আমার খুব ভালো লাগে। মাউন্ট লফটি একটা হিল সেখান থেকে প্রায় পুরো এডিলেড দেখা জায়।

এর উচ্চতা প্রায় ৭২৭ মিটার। কথা না বাড়িয়ে চলে যাই গন্তব্য স্থানে। B রাস্তায় যাবার পথে, পাহাড়ি এলাকা...... এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বলতো... নাম না জানা পাহাড়...সাথে আকাশের মন খারাপ করা ছবি... রাস্তা শেষ হয় না কেন...?? যাক শেষমেশ দেখা গেল...মাউন্ট লফটি... দেখা যাচ্ছে ছোট ছোট ঘরবাড়ি...... নিল আকাশ আর সমুদ্র যেন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে... অবশেষে বাড়ি ফেরা...... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.