আমাদের কথা খুঁজে নিন

   

দুদককে শক্তিশালী করতে আইনি জটিলতা কাটাতে হবে

আইনে যেসব জটিলতা আছে সেসব কেটে উঠতে না পারলে দুর্নীতি দমন কমিশন (দুদক) নখদন্তহীনই হয়ে থাকবে। দুদককে শক্তিশালী করতে আইনি জটিলতা কাটাতে হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংস্থাটির আয়োজিত 'পাচারকৃত অর্থ ফেরত আনা' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার মানি লন্ডারিং প্রতিরোধে বেশ কিছু আইন প্রণয়ন করেছে। আগামী নির্বাচনী ইশতেহারে দুর্নীতি প্রতিরোধে সরকার আরও প্রতিশ্রুতি দেবে। ৯/১১ এরপর বিশ্বে ব্যাপক হারে মানিলন্ডারিং ছড়িয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

দেশ থেকে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা জরুরি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, 'সিঙ্গাপুর থেকে ফেরত আনা টাকা যেমন দুদকের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে তেমনি অন্যসব টাকা ফেরত এনে দুর্নীতি বিরোধী কাজে ব্যবহার করা হবে।'

দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো: মোশাররফ হোসেন ভুঁইয়া, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, দুদক কমিশনার মো. সাহাবউদ্দিন চুপ্পু, সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।