আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে বি এন পি এর অবস্থান---একটি খোলামেলা আলোচনা



গতকাল বি এন পি এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধাপরাধের (যদিও আওয়ামী লীগের অনেক মন্ত্রী এটাকে মানবতাবিরোধী বলছেন) বিচার প্রক্রিয়া নিয়ে তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন দলীয় মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। সঠিক যুদ্ধাপরাধীর বিচারের সাথে আবারো দলীয় সহমত জানিয়ে, তিনি চলমান যুদ্ধপরাধীর বিচার প্রক্রিয়ার সমালোচনা করেছেন কারন এটিকে এখন 'মানবতাবিরোধী' বিচার বলে চালানো হচ্ছে। মানবতাবিরোধী যেসব কর্মকান্ডের বিচার করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন আইনজীবী হয়ে খন্দকার দেলোয়ার সাহেব বলেছেন এটার জন্যে বিশেষ ট্রাইব্যুনালের দরকার হবেনা। তিনি আরো অভিযোগ করেছেন ট্রাইব্যুনালের সদস্যদের নিয়ে কারন তারা বিভিন্ন সময়ে নাকি আওয়ামী আশির্বাদপুষ্ট এবং সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি অনুযায়ী এই ট্রাইব্যুনাল হয়তো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের জন্যে ব্যবহৃত হবে। এদিকে বি এন পি এর এই অবস্থানকে অনেকে মনে করছেন যুদ্ধাপরাধীর বিচার না চাওয়ার অযুহাত।

আজকে আইন প্রতিমন্ত্রী বলেছেন 'যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী একই কথা'। আমরা সবাই চাই বি এন পি র মত একটি বড় দলের যুদ্ধাপরাধীর বিচারে সমর্থন থাকুক। জাতির জন্যে এটা অনেক বড় ইস্যু না হলেও, দীর্ঘদিন জিইয়ে থাকা ইস্যু টার মিমাংসা হয়ে যাওয়া ভালো। ৩৯ বছর ধরে আরো অনেক ক্রমবর্ধমান জাতীয় সমস্যা সমাধানের চিন্তা থেকেও যাদের এই বিচার না হওয়ার কারনে রাতের ঘুম হারাম বা খাবার হজম না হবার উপক্রম, তাদের শান্তির জন্যে আমরাও এই বিচার চাই আন্তরিকভাবে। তারপরো যেনো তাদের মতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ছাগু/রাজাকারের দোসর এইসব উপাধী না পেতে হয়।

কিন্তু দেলোয়ার সাহেবের কথাগুলোও ফেলে দেবার মত নয়, সেখানেও যুক্তি আছে। পাঠকদের প্রতি অনুরোধ, দলীয় চিন্তা-ভাবনা থেকে উর্ধে থেকে আপনার অবস্থান জানান। খন্দকার দেলোয়ারের কোন কথাটা অসংগতি বা স্ববিরোধি বা অযৌক্তিক বলে মনে হচ্ছে?? আবার আজকে আইন প্রতিমন্ত্রীর যে মন্তব্য করলেন সেটাও বা কতখানি গ্রহনযোগ্য?? বি দ্রঃ ঢালাও মন্তব্যগুলো (আপনি ছাগু, আপনি যুদ্ধাপরাধীর বিচার চাননা, আইন প্রতিমন্ত্রী বটতলার উকিল, হাম্বালীগ ইত্যাদি) মুছে দেওয়া হতে পারে। ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.