আমাদের কথা খুঁজে নিন

   

সর্বত্রই চলছে ভারতীয় আগ্রাসন.......দেখেশুনেও তুষ্ট করাতেই ব্যাস্ত সরকার

পথের সন্ধানে পথে নেমেছি.........
১. গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে ৩০ বছরের চুক্তি অনুযায়ী বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না। ফলে পদ্মায় পানির প্রবাহ হ্রাস পাচ্ছে অস্বাভাবিকহারে। গত কয়েক বছরের তুলনায় এবার এ সময় পানির উচ্চতা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নদীর বুকে জেগে উঠেছে ধু-ধু বালুচর। নদীর মূলধারা বিভক্ত হয়ে পড়েছে অসংখ্য সরু ও ক্ষীণ স্র্রোতধারায়। নদী শুকিয়ে যাওয়ায় বিস্তীর্ণ চর ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ এবং................................. ২ সাতক্ষীরার কালিয়ানী সীমান্তে শুক্রবার বিএসএফের মাটিকাটাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকে পর বিডিআরের সতর্ক অবস্হান। বিডিআরের অহেতুক উস্কানীতে সব সময়ই এরকম সতর্ক অবস্হানে থাকতে হয় বিডিআরকে। আর মানুষ মারা বিএসএফের জন্য কোন ব্যাপারই না!!!!!!! তথাকথিত চুক্তির পরও যা হচ্ছে তাকে একজন নুন্যতম দেশপ্রেমিক হিসাবেও মেনে নেওয়া যায় না কিছুতেই..... ...........................................? ৩..........................................? ৪..........................................? ৫..........................................? সব দেখে শুনেই সেই সময় ঢাকার এক কবি শেখ সাহেবের শাসনামল সম্পর্কে লিখেছিলেন এবং যা এখন আবার মনে করিয়ে দেয় : ‘ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা! ... ... ... বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম উঠতে এবং বসতে ঠুকি দাদার পায়ে সেলাম।’
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.