আমাদের কথা খুঁজে নিন

   

দুইনেত্রী হাসিনা-খালেদা প্রতিশ্রুতি দেবার পরেও বগুড়া বিভাগ হলো না, রংপুরের ঘোষনায় বগুড়ায় হতাশা নতুন করে আন্দোলনে নামছে ‘বিভাগ বাস-বায়ন কমিটি’



বগুড়া প্রতিনিধি : দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দু’জনই বগুড়াকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন- তা করা হয়নি। রংপুরকে বিভাগ ঘোষণা করায় বগুড়ায় হতাশা দেখা দিয়েছে। এ মূহুর্তে রংপুরে আনন্দের বন্যা বয়ে গেলেও বগুড়ার সর্বত্রই হতাশা বিরাজ করছে। দাবি উঠেছে বিভাগ না হলেও অন-তঃ সিটি কর্পোরেশনে উন্নীত করা হোক। কেননা, বগুড়া শহরের আয়তন অনেক সিটি কর্পোরেশনের চেয়েও বেশি অর্থাৎ ৭০ বর্গ কিলোমিটার।

জানা যায়, বগুড়ায় প্রথম পীরজাদা ওসমানগণি ’৭৬ সালে উত্তরাঞ্চল বৈষম্য দূরীকরণ পরিষদ গঠন করে বগুড়াকে বিভাগ ঘোষনার দাবি জানান। পরে ’৮৫ সালে বগুড়া জেলা উন্নয়ন কমিটিও বগুড়াকে বিভাগ করার দাবি জানান। পরবর্তী সময়ে ’৯২ সালে বগুড়া বিভাগ বাস-বায়ন সমন্বয় কমিটি গঠন হয়। আহবায়কের দায়িত্ব নেন ডাঃ মশিহুর রহমান। শুরু হয় লাগাতার আন্দোলন।

সেই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের দু’ নেত্রী ক্ষমতা থাকা অবস'ায় বগুড়াকে বিভাগ করার দাবি জানানো হলেও দু’ নেত্রীই বগুড়াকে বিভাগ করার প্রতিশ্রুতি দেন। এর আগে বগুড়ার ৯১ ও ৯৬ সালের নির্বাচনী জনসভায় দুই নেত্রীই প্রতিশ্রুতি দেন বগুড়াকে বিভাগ ঘোষণা করা হবে। কিন' তারপরও বিভাগ করা হয়নি। বগুড়া বিভাগ বাস-বায়ন সমন্বয় কমিটির আহবায়ক ডাঃ মশিহুর রহমান প্রতিক্রিয়ায় বলেন, বিভাগ ঘোষণার আন্দোলন রংপুরের অনেক আগে বগুড়ায় শুরু হয়। প্রধান দুটি দলের দু’নেত্রী আশ্বাস দিলেও তা বাস-বায়ন করেননি।

রংপুরের পাশাপাশি বগুড়াকেও বিভাগ ঘোষণা করা হোক। প্রয়োজনে গোবিন্দগঞ্জকে জেলা ঘোষণা করে গোবিন্দগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়াকে নিয়ে বগুড়া বিভাগ ঘোষণা করা যেতে পারে। আমরা সেই আন্দোলনেই মাঠে নামছি। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন রংপুর বিভাগ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, বগুড়াকে তো আর বিভাগ ঘোষণার সুযোগ থাকলো না। তাই অন-তঃ বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।

বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ্যাডঃ মাহবুবর রহমান বলেন, সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনার পরেই বিভাগ বাস-বায়নের আন্দোলনে যাব। বগুড়া প্রতিনিধি : দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দু’জনই বগুড়াকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন- তা করা হয়নি। রংপুরকে বিভাগ ঘোষণা করায় বগুড়ায় হতাশা দেখা দিয়েছে। এ মূহুর্তে রংপুরে আনন্দের বন্যা বয়ে গেলেও বগুড়ার সর্বত্রই হতাশা বিরাজ করছে। দাবি উঠেছে বিভাগ না হলেও অন-তঃ সিটি কর্পোরেশনে উন্নীত করা হোক।

কেননা, বগুড়া শহরের আয়তন অনেক সিটি কর্পোরেশনের চেয়েও বেশি অর্থাৎ ৭০ বর্গ কিলোমিটার। জানা যায়, বগুড়ায় প্রথম পীরজাদা ওসমানগণি ’৭৬ সালে উত্তরাঞ্চল বৈষম্য দূরীকরণ পরিষদ গঠন করে বগুড়াকে বিভাগ ঘোষনার দাবি জানান। পরে ’৮৫ সালে বগুড়া জেলা উন্নয়ন কমিটিও বগুড়াকে বিভাগ করার দাবি জানান। পরবর্তী সময়ে ’৯২ সালে বগুড়া বিভাগ বাস-বায়ন সমন্বয় কমিটি গঠন হয়। আহবায়কের দায়িত্ব নেন ডাঃ মশিহুর রহমান।

শুরু হয় লাগাতার আন্দোলন। সেই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের দু’ নেত্রী ক্ষমতা থাকা অবস'ায় বগুড়াকে বিভাগ করার দাবি জানানো হলেও দু’ নেত্রীই বগুড়াকে বিভাগ করার প্রতিশ্রুতি দেন। এর আগে বগুড়ার ৯১ ও ৯৬ সালের নির্বাচনী জনসভায় দুই নেত্রীই প্রতিশ্রুতি দেন বগুড়াকে বিভাগ ঘোষণা করা হবে। কিন' তারপরও বিভাগ করা হয়নি। বগুড়া বিভাগ বাস-বায়ন সমন্বয় কমিটির আহবায়ক ডাঃ মশিহুর রহমান প্রতিক্রিয়ায় বলেন, বিভাগ ঘোষণার আন্দোলন রংপুরের অনেক আগে বগুড়ায় শুরু হয়।

প্রধান দুটি দলের দু’নেত্রী আশ্বাস দিলেও তা বাস-বায়ন করেননি। রংপুরের পাশাপাশি বগুড়াকেও বিভাগ ঘোষণা করা হোক। প্রয়োজনে গোবিন্দগঞ্জকে জেলা ঘোষণা করে গোবিন্দগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়াকে নিয়ে বগুড়া বিভাগ ঘোষণা করা যেতে পারে। আমরা সেই আন্দোলনেই মাঠে নামছি। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন রংপুর বিভাগ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, বগুড়াকে তো আর বিভাগ ঘোষণার সুযোগ থাকলো না।

তাই অন-তঃ বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ্যাডঃ মাহবুবর রহমান বলেন, সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনার পরেই বিভাগ বাস-বায়নের আন্দোলনে যাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।