আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাস, বিদ্যুত, পানি নিয়ে সমস্যায় নগর জীবন অতিষ্ট। ইচ্ছাকৃত নাকি রাজনৈতিক চাল। কয়েকটি কথা।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

শিরোনামেই হয়তো অনেকেই ভ্রু কুঁচকে উঠেছেন। সরকার ইচ্ছেকৃত ভাবে কেনো সমস্যা ঢেকে আনবে। আমিও তাই ভাবছি। কিন্তু গভীরভাবে ভাবতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি।

আপনাদের হয়তো মনে আছে বিএনপির শেষ আমলে খাম্বা নিয়ে অনেক কথা শোনা গিয়েছিলো। বিদ্যুৎ নেই কিন্তু মামুনের খাম্বা কিনে সাড়ি সাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছিলো যার মাধ্যমে স্বার্থান্বেষী মহল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিলো। অনেকেই আবার খাম্বা রাজনীতি বলে এখনো সুখ পায়। বিশেষ বর্তমান ক্ষমতাশীল আওয়ামীলীগ এটাকে একটা চরম রাজনৈতিক ইস্যু করেছিলো। ভেবেছিলাম খাম্বা রাজনীতি মনে হয় শেষ হয়েছে।

কিন্তু কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম খাম্বা রাজনীতি এখনো চলছে। আগের বেনিফেশিয়ার ছিলো বিএনপির কিছু চাটুকার এবার আওয়ামীলীগের। আপনেরা যদি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন গত জোট সরকারের আমলে এবং তত্ত্বাবাধয়ক সরকারের আমলে বিদ্যুতের এতো সমস্যা ছিলোনা। কিন্তু এবারের গরমে জনজীবন একেবারেই অতিষ্ট হয়ে গেছে। কিভাবে? নিন্দুকেরা বলছে যে, বিদ্যুতের নাকি কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে ইচ্ছেকৃত ভাবে! কারন শেখ হাসিনার ভারত সফরের সবচেয়ে বড় প্রাপ্তি হিসাবে হাইলাইট করা হয়েছিলো ৫০০ মেগাওয়াট বিদ্যুত।

জনমনে সেটা সঠিক প্রমাণিত করতেই নাকি এ উদ্যেগ। কিন্তু মড়ার উপর খড়ার গা হিসাবে পানি সমস্যা/গ্যাস সমস্যা চরমরুপ ধারন করায় এখন আওয়ামীলীগের প্রত্যেক সাংসদই নিজ নিজ নির্বাচনী এলাকায় চরম তোপের মুখে আছে। আশংকা করা হচ্ছে যে কোন সময় পাবলিক বিস্ফোরণ ঘটতে পারে। গতকাল এটা নিয়ে আওয়ামীলীগে ইন্টারানলী আলোচনাও হয়েছে। অনেক সাংসদ ক্ষোভও প্রকাশ করে।

ফলশ্রুতিতে আজকে বিদ্যুতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু পানি সমস্যা সমাধান জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.