আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের শিশু কিশোরদের পত্রিকা

আমি একজন বাঙ্গালি রমনী.......

পত্রিকা হলো জ্ঞানের আঁধার। তেমনি শিশুদরে জ্ঞানের চর্চা বাড়ানোর জন্য শিশু কিশোরদের উপযোগী তাদের মানসিকতার আধলে রচিত পত্র-পত্রিকার প্রয়োজনীয়তা আবশ্যক। তবে আমাদের দেশে শিশু কিশোরদের নিয়ে রচিত পত্রিকার সংখ্যা হাতে গোনা। বাংলাদেশের সকল শিশু কিশোরদের জন্য পত্রিকা প্রকাশ হলে শিশু কিশোরদের গতাগনুতিক জীবনধারা সম্পর্কে জ্ঞাত হবার সুযোগ পাবে। সুযোগ পায় জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চার।

তাই শিশু কিশোরদের জন্য পত্রিকার বিশেষ প্রয়েজনীয়তা রয়েছে। আমাদের দেশে শিশুদের জন্য কোন দৈনিক পত্রিকা নেই। পত্রিকা ও সামিয়িকী পত্রের বিবরণ: ১. শাপলা দোয়েল:  মূলনীতি: “শিশুদের পরিবেশ সচেতন করে তোলা”  ধরণ: “শাপলা দোয়েল” শিশুদের জন্য রচিত একটি মাসিক পত্রিকা। এটি ঋতুভিত্তিক মাসিক পত্রিকা।  প্রকাশ: সেপ্টেম্বর ২০০৯।

 সম্পাদক: আ.ফ.ম মোদাচ্ছের আলী।  নির্বাহী সম্পাদক: দেবাশীষ দেব।  মূল্য: দশ টাকা।  ঠিকানা: শাপলা দোয়েল ফাউন্ডেশান ৪১২ সি, খিলগাও, চৌধুরী পাড়া, ঢাকা-১২১৯।  উদ্দেশ্য: ছয় ঋতুর এক আকর্ষনীয় সমাহার রয়েছে আমাদের দেশে যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না।

ছয় ঋতুকে কেন্দ্র করে মূলত শিশুদের জন্য এই পত্রিকার প্রকাশ।  প্রকাশের বিষয়: বিখ্যাত কবির কবিতাসম্পন্ন, পাঠকদের পাঠানো কবিতা, ঋতু ভিত্তিক লেখা, বিজ্ঞানভিত্তিক লেখা, পরিবেশভিত্তিক, ঐতিহ্যনির্ভর, ভ্রমণকাহিনী ভিত্তিক লেখা ও বিজ্ঞাপনসমূহ। ২ বীরপ্রসু:  মূলকথা: আল্লাহর হুকুম মেনে; প্রিয় হাবীব মুহাম্মদ (সঃ) এর নির্দেশিত পথে চলা।  ধরণ: “বীরপ্রসু” শিশুদের দ্বারা শিশুদের জন্য প্রকাশিত একটি শিশু কিশোরদের জন্য সাহিত্য সংবাদ সাময়িকী।  প্রথম প্রকাশ: সেপ্টেম্বর- ২০০৮ সাল।

 সম্পাদক- তাকীউদ্দিন মুহাম্মদ আকরাম ভূইয়া।  নির্বাহী সম্পাদক- মোঃ মোরশেদ আলম ভূঁইয়া।  মুল্য- ৩০ টাকা  ঠিকানা- প্রবাহ সেন্টার, ৩য় তলা, মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন, চকবাজার, লক্ষীপুর।  প্রকাশের বিষয়- কবিতা, ছাড়া, গল্পমালা, সংবাদ, কুইজ, বিজ্ঞাপন।  সংবাদ সংগ্রহ- মূলত চিঠিপত্রের মাধ্যমে তাদের যোগাযোগ ঠিকানার পাঠকরূপী সাংবাদিকতার সংবাদ সংগ্রহ করে।

৩। নবরুন  ধরনঃ সচিত্র কিশোর মাসিক পত্রিকা  ইংরেজি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হয়।  প্রধান সম্পাদকঃ কামরুন নাহার  সম্পাদকঃ হামিদা খানম  মূল্যÑ ১৫ টাকা  ঠিকানা- ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০।  প্রকাশের বিষয়Ñ ছোটদের ছড়া, কার্টুন ফিচার, ছোটদের গল্প, ছোটদের আঁকা, কিশোর উপন্যাস, গল্প, ফিচার, নিয়ম ফিচার ও বিজ্ঞাপন। ৪।

প্রতিবন্ধী  পত্রিকার ধরণÑ মাসিক  মূলনীতিÑ অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত।  প্রথম প্রকাশÑ ১৫মে, ২০০৯  সম্পাদক মন্ডলীর সভাপতিÑ নাসির-উর- রহমান সিনহা  সম্পাদক মন্ডলীÑ মোহাম্মদ মানিক মিয়া ক্স খন্দকার কাউছার জাহান তাছমিনা ক্স অধ্যাপিকা শফিনাজ বেগম ক্স শোয়েব আহমেদ মাসুদ  সাহিত্য সম্পাদক - ম. ভূ্ইঁয়া  মূল্য-২৫ টাকা  যোগাযোগের ঠিকানা- শাখা অফিস বাড়ি নং-২১, রাস্তা নং-১১ পি.সি কালচার সোসাইটি আদাবর, মোহাম্মদপুর ঢাকা-১২০৭  উদ্দেশ্য- অশিক্ষা, কুশিক্ষা অজ্ঞতা আর কুসংস্কারাচ্ছন্ন প্রতিবন্ধকতা থেকে মানুষ বের হয়ে মুক্তির সাধ গ্রহণ করুক তাই এই মাসিক শিশু পত্রিকার মূল উদ্দেশ্য।  যা প্রকাশিত হয়- গল্প কবিতা, উপখ্যান, বিভিন্ন ভেষজ উদ্ভিদ বিষয়ক তথ্যাবলী প্রতিবন্ধী প্রতিবন্ধকতা ও উত্তরণের রাস্তা। ৫। ফুলকুঁড়ি  পত্রিকার ধরণ= সচিত্র শিশু কিশোর মাসিক।

 মূলনীতি- ঐ নূতনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়। তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর !!  প্রথম প্রকাশ- ১৯৭৮, ৩১ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে।  সম্পাদক- জয়নুল আবেদীন আজাদ  মূল্য- ২০ টাকা  যোগাযোগের ঠিকানা- ফুলকুঁড়ি, ১৪৪/২, সিদ্ধেশরী সার্কুলার রোড (নিচতলা), মৌচাক, ঢাকা-১২১৭।  প্রকাশনার বিষয়সমূহঃ কবিতা, গল্প, সায়েন্স ফিকশন, খেলার পাতা, স্মরণীয় বরণীয়, রহস্য উপন্যাস, নিজকে গড়ো, এসো পড়ি, স্বাস্থ্য কথা, কার্টুন।

৬। টইটুম্বুর-  পত্রিকার ধরণ- শিশু কিশোর পত্রিকা (মাসিক)  প্রথম প্রকাশ কাল- ১৯৯২ সাল  প্রতিষ্ঠাতা সম্পাদক- সেলিমা সবিহ্  ভারপ্রাপ্ত সম্পাদক- নাওশেবা সবিহ্ কবিতা  মূল্য-২০ টাকা  যোগাযোগের ঠিকানা- স্কয়ার পার্ক জি-২, (৩য় তলা) ৭৬ শান্তিনগর, ঢাকা-১২১৭ ফ্যাক্স-৮৮০-২-৮৩১৯২০ জিপিও বক্স: ২৮৭৫ ঢাকা-১০০০  প্রকাশনার বিষয়সমূহ- ছড়া, কবিতা, গল্প, ছবি, কার্টুন, স্মৃতির পাতা থেকে, প্রতিযোগিতা ইত্যাদি। ৭. ধান-শালিকের দেশ  পত্রিকার ধরন ঃ প্রথমে মাসিক হিসাবে প্রকাশিত হলেও পরে ত্রৈমাসিক হিসাবে প্রকাশিত হয়। বর্তমান অবধি এটি ত্রেমাসিক পত্রিকা হিসাবে পরিচিত।  মূলনীতিঃ কিশোরদের মাঝে চেতনাবোধ জাগ্রত করা।

 প্রথম প্রকাশ-১৯৭২ সালের কিছু আগে।  প্রথম সম্পাদকঃ বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক, হাসান জান।  বর্তমান নির্বাহী সম্পাদকঃ মাহাবুব আজাদ  প্রকাশের বিষয়ঃ কবিতা, ছোটগল্প, প্রবন্ধ অর্থাৎ সাহিত্যের প্রতিটি বিষয়সহ, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কাহিনী।  বিশেষ বৈশিষ্ট্যঃ কিশোরদের পাশাপাশি প্রবীণদের লেখাও প্রকাশিত হয়।  বিশেষ পরিবর্তনঃ প্রাক্তন মহাপরিচালক সেলিনা হোসেন এর সময় থেকে এটি ত্রৈমাসিকরূপে প্রকাশিত হওয়া শুরু হয়।

৮. টাপুর টুপুর  ধরণ ঃ মাসিক পত্রিকা  মূলনীতিঃ শিশুকিশোরদের সাহিত্য জ্ঞান বাড়ানো।  প্রথম প্রকাশঃ ১৯৬৬ সালে  প্রথম সম্পাদকঃ এখলাস উদ্দীন আহমেদ  প্রথম প্রকাশকঃ সৈয়দ আহমদ শাফী  প্রকাশ স্থানঃ শিশু সাহিত্য বিতান, চট্টগ্রাম  বিশেষ বৈশিষ্ট্য ঃ তৎকালীন স্বনামধন্য লেখক সিকান্দার আবু জাফর, বেগম সুফিয়া কামাল প্রমুখের লেখনিতে “ টাপুর টুপুর” ধন্য হয়েছে। এখনপর্যন্ত এটিই সর্বশ্রেষ্ঠ শিশু পত্রিকা। শেষ প্রকাশঃ স্বাধীনতার কয়েক বছর পরÑএর প্রকাশনা বন্ধ হয়ে যায়। ৯. শিশুঃ  ধরনঃ মাসিক পত্রিকা  প্রকাশ স্থানঃ শিশু একাডেমী  প্রকাশিত বিষয়ঃ শিশুদের উপযোগী ছড়া, কবিতা, গল্প ও শিশুদের শিক্ষার বিভিন্ন দিক।

 বর্তমান সম্পাদক ঃ মোঃ তাজুল ইসলাম  নির্বাহী সম্পাদকঃ সুজন বড়–য়া ১০. কানামাছিঃ  ধরণঃ মাসিক পত্রিকা  প্রথম প্রকাশঃ ২০০৫ সাল।  প্রকাশস্থানঃ প্রতিভা প্রকাশনা।  সম্পাদকঃ মঈন মুরসালিন। ১১. সবুজ পাতাঃ  ধরণঃ মাসিক পত্রিকা  প্রকাশ স্থানঃ ইসলামিক ফাউন্ডেশন  প্রকাশকালঃ ১৯৬৪  সম্পাদকঃ হোসেন মাহমুদ ১২. কথনঃ  ধরণঃ মাসিক পত্রিকা  প্রকাশস্থানঃ চট্টগ্রাম  প্রকাশকালঃ ১৯৯২ সাল  সম্পাদকও প্রকাশকঃ ফারুক হাসান ১৩. কিশোর বেলাঃ  ধরনঃ মাসিক পত্রিকা  প্রকাশকালঃ ২০০৯ সালের ১ জানুযারী প্রথম সংখ্যা  প্রকাশ স্থান ঃ নবাবপুর, ঢাকা।  সম্পাদকঃ খন্দকার মাহমুদুল হাসান ১৪. ণড়ঁঃয ধিাব: এটি বাংলাদেশে প্রকাশিত একমাত্র শিশু কিশোরদের দ্বারা পরিচালিত একমাত্র ইংরেজি পত্রিকা।

১৫. কুটুম পাখিঃ খুলনা থেকে প্রকাশিত শিশু ও কিশোরদের উদ্দেশ্যে ত্রৈমাসিক হিসেবে পত্রিকাটি প্রকাশিত হয়। ১৬. ছোটদের পত্রিকাঃ ২০০৭ সালের এপ্রিল এ আবুল হাসান শাহীনের সম্পাদনায় এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় এবং এটি মাসিক হিসেবে শিশু কিশোরদের জন্য কর্তব্য পালন করে চলছে। ১৭. নতুন সূর্যঃ উম্মে হাবিবা রীতার সম্পাদনায় ২০০৯ এর এপ্রিলে এই শিশু কিশোরদের মাসিক পত্রিকাটি তার যাত্রা শুরু করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.