আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতনামা ধারাভাষ্যকার খোদা বকস মৃধার ইন্তেকাল



 জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার খোদা বকস মৃধা আর নেই। আজ মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। গত কয়েক দিন ধরেই তিনি টাইফয়েড ও নিউমোনিয়াতে ভুগছিলেন। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খোদা বকস মৃধার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খোদা বকস মৃধার নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ মাগরিব রাজশাহী নগরীর হেতেম খাঁ মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে হেতেম খাঁ গোরস্তানে তাঁকে দাফন করা হবে।

বেতার-টেলিভিশনে বিভিন্ন খেলার ধারাভাষ্য দিয়ে খোদা বকস মৃধা অর্জন করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা। আশির দশকের শুরু থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রায় প্রতিটি ক্রীড়া সম্প্রচারের অংশ হয়ে ছিলেন তিনি। বাংলাদেশের অনেক ঐতিহাসিক ক্রীড়া সাফল্যের মুহূর্ত নিজের কণ্ঠে মাঠ থেকে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন। কিছু দিন আগেও একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তিনি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.