আমাদের কথা খুঁজে নিন

   

স্যার আইজ্যাক নিউটন



১৬৪২ সালের ২৫ ডিসেম্ভর দিনটি ছিল খিষ্টানদের বড়দিন । সেইদিন কেউ হয়তো ভাবেনি কিন্তু আকাশ ভেবেছে, বাতাসেরা জেনেছে - আজ উইসথর্প গ্রামে জন্ম নিয়েছে ভাবীকালের এক মহান বিজ্ঞানী । ইউরোপের ইতালিতে যে বছর গ্যালিলিওর মৃত্যু হয়, ঠিক সেই বছরই ইংল্যান্ডে আইজ্যাক নিউটনের জন্ম । এই ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন বহুমুখী প্রতিভায় সমুজ্জ্বল । নিউটন ছিলেন পৃথিবীর শ্রেষ্ট গণিতবিদের একজন, অপর দুজন হলেন ইতালির আরকিমিডিস (২৮৭-২১২ খৃঃপূঃ) এবং জার্মানের গাউস (১৭৭৭-১৮৫৫) ।

গণিতের এমন কোন শাখা ছিল না যার সম্বন্ধে নিউটন আলোচনা করেন নি । নিউটন ছিলেন ক্যালকুলাসের অন্যতম আবিষ্কার কর্তা । তিনি বীজগনিত, জ্যামিতি এবং ডিফারেন্সিয়াল সমীকরণের আসন্ন মান সম্বন্ধে বহু মৌলিক অবদান রেখে গেছেন । দ্বি-পদী উপপাদ্য সম্বন্ধে তিনিই প্রথম আলোচনা করেন । গণিতশাস্ত্রে নিউটনের প্রধান আবিষ্কারটি হচ্ছে সমকলন ইন্টিগ্র্যাল ক্যালকুলাস ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.