আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে রহমতের বৃষ্টি ঃ জনমনে ফিরে এসেছে স্বস্থি

thanks all over

দীর্ঘদিন পর শ্রীমঙ্গলে রহমতের বৃষ্টি বর্ষানের ফলে জনমনে স্বস্থি ফিরে এসেছে। প্রচন্ড গরম, বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোড শেডিং এর ফলে জনজীবনে নেমে আসে চরম অশান্তি আর অস্বস্থি। শীতের বিদায়ের পর পরই এ যন্ত্রনা শহর জীবন থেকে গ্রাম্য মানুষের মাঝেও বিস্তৃতি ঘটে। বৃষ্টির জন্য হাহাকার করতে থাকে মানুষ। বৃষ্টি প্রধান শ্রীমঙ্গল হলেও দীর্ঘ দিন থেকে বৃষ্টিপাত না হওয়ায় বোরো চাষ, সবজি চাষাবাদ ও চা বাগানেও পড়ে নেতিবাচক প্রভাব।

তাছাড়া চাবাগান গুলোর পুরান বাগান কাটিং করার ফলে বৃষ্টির অভাবে গাছ মরতে শুরু করে। অবশেষে রহমতের বৃষ্টি বর্ষনের ফলে জনমনে স্বস্থি ফিরে আসে। দীর্ঘ প্রতিা আর বিভিন্ন মসজিদে দোয়া ও মুনাজাতের ফলে অবশেষে আল্লাহর প থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে শ্রীমঙ্গল উপজেলা ও আশপাশের এলাকায়। গত রোবরাব রাত ১১.২৬ মিনিটের সময় শ্রীমঙ্গলের আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে এবং মৃদু হাওয়া বইতে শুরু করে। এর প্রায় ৫-৬ মিনিটের মধ্যে বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু করে।

এর ধারা ক্রম বৃদ্ধি পেলে মোষল ধারায় বৃষ্টি বর্ষনের পর বৃষ্টি থেমে যায়। রাতের শেষ ভাগে আবারও এক পসলা বৃষ্টি হওয়ায় চারদিকে স্বস্থির হাওয়া বইতে শুরু করে। শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, গতকাল শ্রীমঙ্গলে ২ মি.মি বৃষ্টিপাত হয়েছে, যা বৃষ্টি পানির চাহিদার তুলনায় অপ্রতুল। আবহাওয়া অফিস জানায় চলতি সাপ্তাহে পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকালের বৃষ্টির ফলে চা বাগান ও হাইল হাওরে বোরো চাষে উপকার হবে বলে কৃষকরা মনে মনে করছেন।

তবে চা বাগান কর্তৃপ আশা করছে এভাবে আরও ২/৩দিন বৃষ্টি হলেই কাটিং বাগানগুলোতে দ্রুত নতুন কুড়ি ছাড়তে শুরু করবে। বৃষ্টির অভাবে কাটিং বাগানে নতুন কুড়ি অঙ্কুরদম না হওয়ায় চা বাগান গুলোতে ৩/৪ রাউন্ড পাতা উত্তোলন পক্রিয়া পিছয়ে পড়বে বলে চা বাগানের জনৈক ম্যানেজার জানান। যথা সময়ে বৃষ্টিপাত হলে এপ্রিলের ১ম সপ্তাহে চা পাতা চয়ন শুরু হতো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.