আমাদের কথা খুঁজে নিন

   

বুধবার শুরু হচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো

বিকল্প গণমাধ্যম দীর্ঘজীবি হোক!

‘টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ’ থিম নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে আগামী বুধবার শুরু হচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো-২০১০ এবং অ্যাসিসিও মাল্টিল্যাটারেল ট্রেড ভিজিট। আজ সকালে বিসিএস সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন অ্যাসোসিও প্রেসিডেন্ট লুই কিয়েন লিং, অ্যাসিসিও’র ডেপুটি প্রেসিডেন্ট আব্দুল্লাহ এইচ কাফি, বিসিএসের সহ-সভাপতি কাজী আশরাফুল আলম, বিসিএস পরিচালক শাহিদ উল মনির প্রমুখ। মোস্তাফা জব্বার বলেন, ‘অতি-আধুনিক, বহুমাত্রিক ডিজিটাল প্রযুক্তি সকল েেত্র অবিশ্বাস্য বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এসব প্রযুক্তি ও এর গতিকে স্পর্শ করে এগুতে না পারলে প্রযুক্তির সুফল থেকে আমরা বঞ্চিত হবো।

তাই সব ক্ষেত্রে এসব প্রযুক্তির প্রয়োগ এবং ব্যবহারিক সুবিধা নিশ্চিত করে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার লকে বাস্তবায়ন করার জন্য আমরা বিসিএস ডিজিটাল এক্সপোর আয়োজন করেছি। ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এবং বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন অ্যাসোসিও’র প্রেসিডেন্ট লুই কিয়েন লিয়ং। এবারের মেলায় থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং এর কর্মপদ্ধতি, কম্পিউটার ও একসেসরিজ, ল্যাপটপ, নোট বুক, পাম টপ; আইপড, মোবাইল পিডিএ ও স্মার্ট ফোন, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল স্টিল ও ভিডিও ক্যামেরা, এলসিডি মনিটর ও টেলিভিশন, ডিজিটাল ফটো ফ্রেম, ফটো-উপযোগী প্রিন্টার, পোর্টেবল অডিও ডিভাইস, ওয়্যারলেস কি-বোর্ড, মাউস, ইউএসবি মোবাইল ডিভাইস ইত্যাদি প্রযুক্তিপণ্য ও তার কর্মপদ্ধতি, নেটওয়ার্ক ও ইন্টারনেট, ওয়াই-ম্যাক্স কানেকটিভিটি, ওয়াই-ফাই ইত্যাদি যোগাযোগ প্রযুক্তি প্রদর্শনী।

এছাড়াও এতে মাল্টিমিডিয়া ও ব্যবহারিক সফটওয়্যার; অডিও-ভিজুয়াল টিউটোরিয়াল; অভিধান; ডিজিটাল শিা সফটওয়্যার, আধেয় ও উপকরণ, অফিস ও লাইব্রেরী ব্যবস্থাপনা সফটওয়্যার প্রভৃতি অতি প্রয়োজনীয় ও নিত্যব্যবহার্য দেশীয় ও আšতর্জাতিক সফটওয়্যার প্রদর্শন করা হবে। তথ্যপ্রযুক্তি বিষয়ক ডিজিটাল ও মুদ্রিত প্রকাশনা, বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকের রচনাবলীর ডিজিটাল সংস্করণ, পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ প্রভৃতিও প্রদর্শিত হবে। মেলায় প্রতিদিন থাকছে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার, গোলটেবিল বৈঠক, আলোচনা সভা, প্রযুক্তি উপস্থাপনা ইত্যাদি। এতে থাকছে ওয়াইফাই জোন; যাতে করে মেলায় আগত দর্শক ও অংশগ্রহণকারীরা বিনামূল্যে তা ব্যবহার করতে পারেন। এছাড়াও অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সীমিত সুযোগও থাকবে এ প্রদর্শনীতে, থাকবে কুইজ প্রতিযোগিতা, প্রোডাক্ট র‌্যাম্পিং, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিনোদনের নানা বর্ণিল আয়োজন।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্ভাবিত বাংলাদেশী তথ্য প্রযুক্তিকে উৎসাহিত করার উদ্যোগ হিসেবে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১০’-এ ডিজিটাল লাইফ স্টাইল জোনে সৌজন্যমূলক স্টল বরাদ্দের সুযোগ থাকছে। মেলা চলবে ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যšত। খোলা থাকবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যšত। মেলার প্লাটিনাম স্পন্সর মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি (সাবেক একটেল), গোল্ড স্পন্সর স্যামসাং ও মাইক্রোসফ্ট, মিডিয়া পার্টনার দেশ টিভি, দৈনিক সমকাল এবং রেডিও টুডে। সর্বমোট ৪৫টি প্রতিষ্ঠান ও ব্র্যান্ড ৪২টি স্টল এবং ২০টি প্যাভিলিয়ন জুড়ে তাদের বিভিন্ন আইসিটি ও ডিজিটাল প্রযুক্তির পণ্য সামগ্রী প্রদর্শন করবে।

মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। (বেশকিছু ছবি সহ পোষ্টটি টেকটিউনস ব্লগে প্রকাশিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।