আমাদের কথা খুঁজে নিন

   

বুধবার সাফের কংগ্রেস

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “সাফ সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির আটটি সদস্য দেশের ১৮ জন প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। এই সভা থেকে সাফের পরবর্তী নির্বাহী কমিটি নির্বাচন করা হবে।”

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অবশ্য আবারো সাফের সভাপতির দায়িত্ব পাওয়া প্রায় নিশ্চিত। কারণ এই পদে তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

তবে তিনটি সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও ভুটান থেকে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাধারণ সম্পাদক হবেন বেতনভুক্ত। কংগ্রেসে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে। পাশাপাশি আট দেশ থেকে আট জন সদস্য মনোনীত হবেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।