আমাদের কথা খুঁজে নিন

   

রাইয়ানের কিছু ম্যাক্রো ফটোগ্রাফীঃ ফটো ব্লগিং - ৩

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
রাইয়ানের কিছু ম্যাক্রো ফটোগ্রাফীঃ ফটো ব্লগিং - ৩ ইদানিং আমার বড় ছেলে রাইয়ানের শখ হয়েছে "ম্যাক্রো ফটোগ্রাফী" করার। গত জানুয়ারীতে সে লন্ডন থেকে ফিরে এসে মেতেছে তার নতুন শখের পেন্টাক্স কে-২০০ডি ডিএসএলআর ক্যামেরা নিয়ে। কিছুদিন আগে সিলেট ঘুরে আসলো। সিলেটের বিভিন্ন বন জঙ্গলে ঘুরে মাকড়শা, মাছি, ঘাসফড়িং ও বিভিন্ন পোকামাকড়ের ছবি তুলেছে “ম্যাক্রো লেন্স” ও “একস্টেনশন বেলো” ব্যবহার করে। তার পরবর্তী মিশন দেশের প্রত্যন্ত অঞ্চলে যেয়ে এই ধরণের ছবি তুলে বেড়ানো।

যথারীতি তার ছবির বিষয়বস্তু হবে- ফুল ও কীট পতঙ্গ। ফটোগ্রাফীর পাশাপাশি সাথে নিজের লেখাপড়াতো আছেই। তার তোলা কিছু ম্যাক্রো ফটোগ্রাফী এখানে শেয়ার করলাম। ১। ব্ল্যাক জাম্পিং স্পাইডার ২।

ব্রাউন জাম্পিং স্পাইডার ৩। কমন জাম্পিং স্পাইডার ৪। ড্রাগনফ্লাই (মুখ ও চোখ) ৫। ফিমেল টু-স্ট্রাইপড্ জাম্পিং স্পাইডার ৬। মেল টু-স্ট্রাইপড্ জাম্পিং স্পাইডার ৭।

হর্সফ্লাই রাইয়ানের তোলা ছবিঃ ১ Click This Link রাইয়ানের তোলা ছবিঃ ২ Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।