আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজী রিডিং ক্ষমতা বাড়ানোর জন্যে যেভাবে চেষ্টা করা যেতে পারে



এটা মূলত আমার অবজারভেশন থেকে লিখা একটা পোস্ট৷ তবে আপনাদের কাজে লাগলেও কাজে লাগতে পারে ইংরেজী ভাষায় দক্ষতা বৃদ্ধি করা নিয়ে অনেক ডিটেইলসে অনেক অনেক টেকনিক এসেছে তাসনুভা খানের ইংরেজীতে দক্ষতা বাড়ানোর জন্য কি করব পোস্টে। এই পোস্ট ওটারই ধারাবাহিক পোস্ট। ইংরেজী রিডিং ক্ষমতা বাড়াতে আমাদের শব্দের ব্রিজ তৈরী করার স্টাইল ফলো করতে হবে৷ মানে ইংরেজী ভাষার শব্দগুলিকে একটা ব্রিজের মাঝে ফেলে আমাদের সেই ব্রিজটাকে ফলো করতে হবে। ইংরেজী ভাষায় বাক্যগুলির প্রাণ হল "ভার্ব" বা ক্রিয়াপদ৷ এটা যদি উত্তর-দক্ষিণ নির্ণায়ক কম্পাসের মত হয় তাহলে সাবজেক্ট বা "ক্রিয়াপদটি যার উপর প্রযোজ্য" সে হল উত্তরদিক৷ সবশেষে প্রিপোজিশন বা "অব্যয়"গুলি হল সেদিকে যাওয়ার রাস্তা৷ তাহলে পুরো প্রসেসটা দাঁড়ালো: প্রথমে ক্রিয়াপদটি বাক্যের ভাব তুলে ধরবে - এরপর কোন একটি সাবজেক্ট বুঝাবে ক্রিয়াপদটি কোন প্রেক্ষিতে আসছে এবং সবশেষে এই বাক্যটির অর্থটি এক বা একাধিক প্রিপোজিশন বা কনজাংশন দিয়ে অন্য কোন অর্থের সাথে যুক্ত হবে কথা না বাড়িয়ে উদাহরণ দিয়েই বলি৷ নিচের লাইনটি দেখুন: Omitting the definite article “the” with “public good” avoids the dubious assumption that there is ever a single, knowable public good, and in any case people rarely if ever agree on what that might be; rather, this definition merely says that the benefactor intends a “public” rather than an exclusively “private” good or benefit. The inclusion of “quality of life” ensures the strong humanistic emphasis of the Promethean archetype. ( ধাক্কা খেলে খেতে পারেন, উইকি থেকে নেয়া একটি লাইন ফিলানথ্রোপি বিষয়ে, আশা করি এবিষয়ে কারো পূর্বধারণা নাই সুতরাং টেস্টটা একটা অজানা প্যারাগ্রাফ টেস্ট হিসেবে কাজ করবে ) শুরু করি আমরা: পরিচিত শব্দই সব তাই পড়ে যেতে থাকি dubious পর্যন্ত৷ এর মানে জানিনা সুতরাং ব্রেক৷ আমরা এর আগে একটা ভার্ব পেলাম: Omitting ৷ এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে অর্থাৎ কিছু একটা করছি এমন কোন একটা ব্যাপার এবং যেহেতু এর মানে বাদ দেয়া সুতরাং কিছু একটা বাদ দিয়ে কাজ করছি এমন একটা মিনিং সামনে আসতে যাচ্ছে৷ এরপরের ভার্ব Avoid ৷ অর্থাৎ avoid এর মানে থেকে মোটামুটি স্পষ্ট কিছু একটা এড়ানোর কথা আসবে৷ আপাতত আর কোন ভার্ব নাই, লাইনও শেষ হয়নি (কোন ফুলস্টপ পাইনি এখনো আমরা) তাই আমরা আরো কিছুদূর পড়ি৷ সেমিকোলন পেলাম একটা৷ এ পর্যন্ত আসতে আমরা ভার্ব পেলাম: is, agree, might............... এরমাঝে iS কোন কাজের না কারণ ওটা কোন সাবজেক্টে সাপোর্ট দিতে আসে, এর মত সরাসরি কোন অর্থ দিতে পারে না৷ এর সামনের সাবজেক্ট হল There......... অর্থাৎ এখানে কিছু একটার অস্তিত্ব আছে বলা হচ্ছে৷ ( He থাকলে বুঝতাম কোন ব্যক্তি মানে কিছু একটা বলা হবে)৷ Agree মানে একমত হওয়া৷ সবশেষে আছে might ( may-might-might) যা কোন সম্ভাবনা বুঝাতে আসে৷ এবার এক করুন জানা ভার্বগুলি: (Omit) বাদ দেয়া, (Avoid) এড়ানো, (There is) কোন একটা কিছুর অস্তিত্ব, (Agree) একমত হওয়া, (might) সম্ভাবনা৷ এক করে কি পাচ্ছেন কিছু ?? নিশ্চয়ই ভাবছেন এতগুলি মনে রাখবেন কিভাবে ?? উত্তর: এবার সাবজেক্টগুলিকে ফলো করা শুরু করুন৷ Omitting the definite article নিশ্চিতভাবে কোন আর্টিকেলকে বলছে, avoid বলছে dubious assumption(ধারণা) কে বাদ দিচ্ছে, ever a single, knowable public good, and in any case people বলছে (people)মানুষজনকে ( সিঙ্গেল, নো-য়েবল, পাবলিক, গুড সবগুলি বিশেষণ সুতরাং এগুলি বাক্যকে অর্থবহ করতে এসেছে, বাক্যকে লিড করতে নয়৷ বিশেষ্যগুলি বাক্যকে লিড করবে), agree on what that বলছে কোন একটা কিছুকে এবং শেষে এটারই সম্ভাবনাকে বলছে৷ সবশেষে প্রিপোজিশন বা কনজাংশন: এখানে আছে that যা avoid এর পরে এসেছে, সুতরাং এটা নিশ্চিতভাবে that-এর আগে যা আছে তাকেই টেনে নিয়ে যাবে৷ এর আগের ভার্বসহ সাবজেক্টটা আছে , সুতরাং এরপরে যা আসবে তা এটারই এক্সটেনশন হবে৷ তাহলে মিনিংটা কি দাঁড়ালো ?? এরকম মনে হয়: নির্দিষ্ট কোন একটি আর্টিকেলের একটি কথাকে বাদ দেয়াতে সেটা কোন একটা অ্যাজাম্পশনকে এড়িয়ে গেল৷ অর্থাৎ ওভারঅল দাঁড়ালো এই: আমরা ভার্বগুলিকে সনাক্ত করলাম, সেটার সাথে কোন বিশেষ্য ব্যবহৃত হল সেটাকে চিহ্নিত করলাম এবং সবশেষে এই ক্রিয়াপদ-বিশেষ্য কম্বিনেশন কোন প্রিপোজিশন বা কনজাংশন দিয়ে যুক্ত নাকি তা বের করে সবগুলি মিনিংকে এক করলাম ********** অনেক প্যাঁচালো হয়ে গেল মনে হচ্ছে৷ আসলে এটা তেমন কঠিন কিছু না। আপনার প্রিয় মানুষের মুখ দেখে এক মুহুর্তেই আপনি অনেক কিছু বলতে পারবেন কিন্তু সেটাকে কারণ দিয়ে ব্যাখ্যা করতে বললে দেখবেন সেটা অনেক লম্বা একটা ব্যাখ্যা হয়ে গিয়েছে৷ আমি এখানে কিভাবে ইনটেনশন ডেভেলপ করবেন তা বললাম৷ চেষ্টা করে দেখুন একবার৷ সামান্যতম কাজ হলেও বলবেন, আমি সামনে আরো সহজ করে এবং আরো গভীরভাবে লিখার চেষ্টা করবো৷ পুরোটা পড়ে এ পর্যন্ত আসার কষ্ট যারা করলেন সবাইকে ধন্যবাদ৷ ভাল থাকবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।