আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের সৃজনশীল প্রয়োগ

ব্লগ পরিষ্কার রাখুন

আমরা সকলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি। এ স্বপ্ন খুবই মূল্যবান। কারণ স্বপ্ন চেতনার তৃতীয় মাত্রা। স্বপ্নে চেতনা স্থান-কাল-পাত্রের সীমানা অতিক্রম করে অনায়াসে। অতীত বর্তমান ভবিষ্যত বলে সেখানে কিছু থাকে না, সবকিছুই অনুভূত হয় বর্তমানরুপে।

সপ্নের মাধ্যমে অচেতন ও অবচেতনের কাছ থেকে আমরা পুরানো সমস্যার সমাধান পেয়ে থাকি, নতুন ধ্যান ধারণার ও সূত্রপাত হয়। স্বপ্নে অনেকে ভবিষ্যতের ঘটনা দেখে থাকে। জুলিয়াস সিজার, আব্রাহাম লিঙ্কন, শেলী - এরা মৃত্যুর ঘটনা পূর্বে স্বপ্নে দেখেছিলেন। হিটলার যখন জার্মান সেনাবাহিনীতে কর্পোরাল, তখন একদা বাংকারে ঘুমিয়ে থাকার সময় স্বপ্নে দেখেন যে একটি গোলা বাংকারে এসে পড়ে এবং সকল সৈনিক মারা যায়। স্বপ্নটি তার কাছে এত বাস্তব মনে হয় যে, সে তৎক্ষণাৎ উঠে দৌড়ে বাংকারের বাইরে চলে যায়।

এরপর বুঝে উঠে যে, এটি স্বপ্ন। যখন সে স্থির হয়ে বাংকারের দিকে যাচ্ছিল, ঠিক তখন একটি গোলা বাংকারে এসে পড়ল। এবং হিটলার ব্যতীত সকল সৈনিক মারা গেল। স্বপ্নে অনেকে সমস্যার সমাধান পেয়ে থাকেন। বিজ্ঞানী ফ্রেডরিক ভন কাকুল ক্যামিক্যাল স্ট্রাকচারের, ইলিয়াস হাওয়ে সেলাই মেশিনের, জেমস ওয়াট বল বিয়ারিং এর সমাধান পান স্বপ্নের মাধ্যমে।

মুসলমানগণ বিভিন্ন কাজের ভাল-মন্দ জানার জন্য ’সালাতুল ইস্তেখারা’ পড়ে থাকে। এ ভাল-মন্দের বার্তাও আসে স্বপ্নের মাধ্যমে। এজন্য স্বপ্নের পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ। স্বপ্নের বার্তা লাভ করে আমরা অনেক লাভবান হতে পারি। কিন্তু আমরা অভ্যাসবশত বেশিরভাগ স্বপ্নই ঘুম থেকে উঠার পর ভুলে যাই।

এজন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ ১ একটি ডায়েরী কিনুন। এ ডায়েরী শুধু স্বপ্ন লিখার কাজে ব্যবহার করুন। ২ ঘুমানোর সময় বালিশের পাশে ডায়েরী ও কলম রাখুন। ৩ ঘুম থেকে উঠার সাথে সাথে স্বপ্নটি লিখে ফেলুন। ৪ স্বপ্ন লিখার সময় তারিখ, ক্রমিক নম্বর লিখুন।

৫ স্বপ্ন দেখার সময় আপনার মধ্যে যে অনুভূতি হয়েছিল সেটি লিখুন। ৬ স্বপ্ন ব্যাখ্যায় সবসময় সর্বশেষ স্বপ্নটিকে গুরুত্ব দিন। বেশিরভাগ ক্ষেত্রে সর্বশেষ স্বপ্ন আগের স্বপ্নগুলোকে বাতিল করে দেয়। ৭ প্রতিদিন ঘুমানোর আগে মনে মনে বলুন : আজ আমি যে স্বপ্ন দেখব তা মনে রাখব এবং তার অর্থ উদ্ধার করতে পারব। এভাবে অনুশীলন করতে করতে স্বপ্ন মনে থাকবে।

স্বপ্নের অন্তর্নিহিত বার্তাও নিজেই বুঝতে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.