আমাদের কথা খুঁজে নিন

   

সেক্স গুরুর আরেক সেবিকা

পরে বলবো

রঞ্জিথা কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার সেক্সগুরু স্বামী নিত্যানন্দের আরেক সেবিকার সন্ধান পেয়েছে মিডিয়া। গুরুর নতুন সেবিকাটিও তামিল ছবির আরেক সুপারহিট নায়িকা। তার নাম যুবরানী। পর্দা কাঁপানো যৌন দৃশ্যে অভিনয়ের জন্য তারকাখ্যাতি পাওয়া এ সুন্দরী অভিনেত্রীর সঙ্গে গুরুর সরাসরি যৌনলীলার রগরগে ছবি এবার ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারতসহ পুরো বিশ্বেই। অবশ্য ইউটিউবের মাধ্যমে ভিডিও চিত্রটি দেখার জন্য অনেকেই হুমড়ি খেয়ে পড়লেও পপ আপের মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষ সেটা দেখা থেকে বিরত রেখেছে উৎসাহীদের।

কিন্তু যাদের দেখার সৌভাগ্য হয়েছে তাদের মাধ্যমে জানা গেছে ভিডিও চিত্রে স্বামী নিত্যানন্দ এবং যুবরানী নগ্ন হয়ে সরাসরি যৌনকর্মে অংশ নিচ্ছেন এমন পরিস্কার চিত্রপ্রমাণ পাওয়া গেছে। ভারতের টিভি চ্যানেলগুলো এটা দেখাতে পারছে না কারণ কর্নাটক আদালত কড়া ফরমান জারি করেছে যে গুরুর কোনো ছবি বা ভিডিও চিত্র টিভিতে দেখানো যাবে না। বিষয়টি নিয়ে এখন পুরো ভারত সরগরম। এদিকে এ প্রামাণ্যচিত্র প্রকাশ হবার পর জানা গেছে, তামিল অভিনেত্রী যুবরানী চেন্নাই পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছেন, পুরো ভিডিও চিত্রটি ইন্টারনেটের কারসাজী এমন ঘোষণা দেয়ার জন্য। অবশ্য পুলিশ কমিশনার এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেননি।

আবেদনে যুবরানী উল্লেখ করেছেন, আমার সঙ্গে স্বামী নিত্যানন্দের কোন প্রকার শারীরিক সম্পর্ক নেই। এটা নেহায়েত আমার বিরুদ্ধে অপপ্রচারণা। পুলিশ কমিশনার টি রাজেন্দ্রান অবশ্য মিডিয়ার কাছে এখন পর্যন্ত মুখ খোলেননি। লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া যুবরানীর কোনো মন্তব্য না পাওয়া গেলেও বেরিয়ে পড়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। আর এ তথ্য থেকে জানা গেছে, গুরুর স্বঘোষিত সেবিকা রঞ্জিথার সঙ্গে যুবরানীর ছিল গলায় গলায় ভাব।

তারা একসঙ্গে অনেক ছবিই করেছেন। এ দু’ বান্ধবী স্বামীজি নিত্যানন্দের আশ্রমে নিয়মিতই হাজিরা দিতো। বিশেষ করে লস এঞ্জেলসে গুরুর আশ্রমে এ দু’ অভিনেত্রী একই সঙ্গে যেতো। সেখানে তার অনেকটা উদোম শরীর প্রদর্শনী স্ট্রিপ টিজ পার্টিতে অংশ নিতো। স্বামী নিত্যানন্দ লস এঞ্জেলসে গেলে জিন্স এবং টি-শার্ট পরে একেবারে আধুনিক বনে যেতো।

উদ্ভিন্ন সুন্দরী দু’ অভিনেত্রী পাশে থাকলে আর কোনো পারলৌকিক চেতনা থাকার কথা নয়। স্বামী নিত্যানন্দের বেলাতেও তাই ঘটেছে। এদিকে কর্নাটক হাই কোর্ট স্বামীজির বিরুদ্ধে যাবতীয় স্বাক্ষ্য প্রমাণ আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে। সেক্স গুরু এবার ভালো বিপদেই পড়েছেন, এটা বুঝতে অনুমান শক্তির প্রয়োজন হয় না।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।