আমাদের কথা খুঁজে নিন

   

পড়লাম হুমায়ুন আহমেদের হিমুর নীল জোছনা

আর আমরা করি খামার

প্রথমে ভালো লেগেছে বাতাস আর বৃষ্টির কথা, এরপর মাঝারি চলছে চলছে... এক পর্যায়ে মনে হলো এটা উনার পুরাতন কোনো লেখার মত হুবহু হতে চলেছে... ঘাবড়ে গেলাম, ভয় পেলাম, ভয়ে মনে হয় গা সিরসির করে উঠলো যখন পিচ্চি দুটো বললো তারা জানে কেমন করে জ্বিব বের করে, আবার একজন আরেকজনকে কারেকশান করছিল। মেইন হিরো কবি ওসি এত কথা শোনেনি যদিও তবুও তার আদ্যিখ্যেতা ইললজিকাল লাগেনি। ঐ জ্বিবের ঘটনার পর যা পড়ছি সব দেখি ভালো লাগতেছে, মানে তারপর সবই ফাটাফাটি মজা পাইছি পড়তে। সেকেন্ড হিরো এক্স ছাত্রদল কর্মী সেকেন্ড অফিসারকেও ভালো লাগছে। শেষের দুই পৃষ্ঠা আবার অন্য বইগুলোর মত হয়েছে। যা হোক অনেক হাসা গেল একটা বই পড়ে। আপনারা যারা বইটা পড়েছেন তাদের কার কেমন লাগলো জানতে ইচ্ছা করছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।