আমাদের কথা খুঁজে নিন

   

আমি তাকে চোর বলে ধমক দিয়েছি

আমি আমার সম্পর্কে জানতে চাই, আমার গবেষনা এখনও চলছে ।

সকাল বেলা অফিস এ যাব । এমনিতে দেরি হয়ে গেছে । উত্তরা হাউজ বিল্তিং বাস স্ট্যান্ড । দেশ বাংলার একটা বাস এসেছে ।

আমি তারা হুরো করে কাউন্টার এ যাচ্ছি টিকেট কাটবো । হাতে ১০ টাকার নোট নিয়ে কাউন্টার এর ভিরে যাব এমন সময় এক লোক বলল কোথায় যাবেন বনানী ? টিকেট লাগবে না বাসে উঠেন ? আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে । তারপর ও কিছু বল্লাম না । এর পরও ঐ লোক আবার ঐ একই কথা বলতেই আমার রাগ আর সামাল দিতে পারলাম না ( এই লোক আসলে বাসের হেলপার, টিকেট না কাটলে বাসে উঠে ১০ টাকা যেন ওর হাতে দেই এই জন্য এই অজুহাত ) । আমি তখন তাকে ধমক দিয়ে বললাম সর ব্যাটা চোর ।

পরে আমার অবশ্য খারাপ লাগছিল । দেশের যেখানে সিংহ ভাগই চুরিতে ব্যস্ত তখন ওকে ধমক দিয়ে কি হবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.