আমাদের কথা খুঁজে নিন

   

প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম আইসিইউতে

রাজধানীর এ্যাপোলো হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন রয়েছেন প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম (৮২)। মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানান, তার শারিরীক অবস্থা খুব একটা ভালো নয়। নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। দেশবাসীর কাছে ফিরোজা বেগমের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

এর আগেও চিকিত্সার জন্য বেশ কয়েকবার দেশের বাইরে যান তিনি। এদিকে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত এবারের নজরুলমেলা ফিরোজা বেগমের নামে উত্সর্গ করা হয়েছে। বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় তার সুস্থতা কামনা করে মোনাজাতও করা হয়। নজরুল সঙ্গীতের অন্যতম পুরোধা ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮শে জুলাই ফরিদপুরে।

দেশের শীর্ষস্থানীয় দুই সংগীতশিল্পী শাফিন আহমেদ ও হামিন আহমেদ তার ছেলে। মাত্র দশ বছর বয়সেই একজন সংগীতশিল্পী হিসেবে গানের জীবন শুরু হয় তার। কবি কাজী নজরুল ইসলামের সানিধ্য পেয়েছিলেন তিনি। কবিকে সরাসরি গান শুনিয়ে তার প্রশংসাও কুড়িয়েছেন এই গুণী শিল্পী। ১৯৫৫ সালে কবির স্নেহধন্য প্রখ্যাত সুরকার কমল দাশ গুপ্তের সঙ্গে তার বিয়ে হয়।

সূত্র ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.