আমাদের কথা খুঁজে নিন

   

প্রখ্যাত কবিয়াল স্বরূপেন্দু সরকার আর নেই

কবিতা ও যোগাযোগ

প্রখ্যাত কবিয়াল স্বরূপেন্দু সরকার আর নেই। আজ সকালে তিনি রাজশাহীতে মৃত্যুবরণ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবিএস-এর অধ্যাপক ডক্টর স্বরোচিষ সরকার তাঁর পুত্র। জন্মসূত্রে বাগেরহাট জেলার বাসিন্দা হলেও শেষ দিনগুলিতে তিনি পুত্রের বাসায় অবস্থান করতেন। স্বরপেন্দু সরকার ষাটের দশকে ‘ভাটির নাইয়া’ নামের একটি ভাটিয়ালী গানের বই লিখে খ্যতি অর্জন করেন।

সত্তর ও আশির দশকে বাংলাদেশের প্রায় সকল জেলায় তিনি কবিগান পরিবেশন করেছেন। বাংলা একাডেমী মঞ্চেও তিনি কবিগান পরিবেশন করেন। বিজয় সরকার, নিশিকান্ত সরকার, রাজেন সরকার, অনাদি সরকার, নকুল সরকার, স্বরূপেন্দু সরকার ছিলেন একটি সময়ের প্রতিনিধি। তাঁর মৃত্যুতে কবিগানের একটি যুগের সমাপ্তি হলো। তিনিই ছিলেন কবিগানের সেই উজ্জ্বল যুগের শেষ প্রতিনিধি।

তাঁর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তপন বাগচী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.