আমাদের কথা খুঁজে নিন

   

ঝুকিতে সিলেট নগরীর ভবনগুলো,আতংকে নগরবাসী,নেই প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে প্রস্তুতি

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন ১) সাভারের রানা প্লাজা মনের ভিতরে আতংকটা বাড়িয়ে দিয়েছে । প্রিয় শহর সিলেট এমনিতেই অপরিকল্পিত ভাবে অনেকদিন থেকে বেড়ে চলেছে । দিন দিন বাড়ছে আকাশছোঁয়া দালান ।

এদের অনেকগুলোই তৈরীর ক্ষেত্রে মানা হচ্ছেনা কোন নিয়ম নীতি । তার উপর রয়েছে জনবহুল ফুটপাত,তারের জঞ্জাল এবং সংকীর্ণ রাস্তা । ভাবতেই গা শিউরে উঠে সিলেট ভূমিকম্পের রেড জোন ডাউকি ফল্ট থেকে মাত্র ৬০ কিলো দুরত্বে অবস্থিত । এখানে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থার যন্ত্রপাতি ও দক্ষতায় কম । ব্যক্তি পর্যায়ে সচেতনতাও অনেক কম ।

আল্লাহ সবাইকে মাফ করুক । নিরাপদে রাখুক । দোয়া ছাড়া এই নগরবাসীর কিছুই করার নেই বোধহয় । ২) আগেও বিভিন্ন জায়গার বলেছি,এখনো বলছি,পুরো দেশটাই এখন আসলে মৃত্যুফাঁদ হয়ে রয়েছে । উপকূল,রাজপথ,নদী,কর্মস্থল,যানবাহন এমনকি নিজের ঘরেও আমরা নিরাপদে নেই ।

আর এই জন্য দায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক দুবৃত্তায়ন এবং দুর্নীতি । ক্ষমতার অপব্যবহার,স্বেচ্ছাচারিতা,অপরিকল্পনা কিংবা পেশীশক্তির ব্যবহার আমাদেরকে এবং ভবিষ্যতকে ঠেলে দিয়েছে বিপদের দিকে । এই অবস্থা থেকে আশু মুক্তির কোন পথ দেখছিনা । জানিনা ক্ষমতার মসনদে বসে থাকা বুদ্ধিপাপী অথবা টকশোতে নিয়ত মেকি বুলি আওড়ানো বুদ্ধিজীবীদের কাছে এর কোন প্রতিষেধক আছে কিনা ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.