আমাদের কথা খুঁজে নিন

   

কাছের যে মানুষগুলি চলে গেছেন তাদের জন্যে দোয়া । যারা আল্লাহ ও রাসুল (সাঃ) কে বিশ্বাস করেন লেখাটি শুধু তাদের জন্য।

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

একজন মানুষ কিভাবে বিনা নোটিশে নাই হয়ে যায় তা আমরা প্রতিদিনই দেখছি। কিন্ত তেমন গায়ে লাগে না। যখন কাছের কেউ চলে যায় তখনি আমরা হয়ত বুঝি, কিছুদিন শোক করি। এক সময় সেটিও ভুলে যাই।

বছরান্তে এক দিন মৃত্যু দিবস পালন করি কেউ হয়তো মিলাদ পড়িয়ে, কেউ বা কবরে ফুল দিয়ে। কেউ কেউ কাজের চাপে সেটিও মনে রাখতে পারিনা। মন টা বেশ খারাপ। গতকাল একজন কাছের ভাইয়ের জানাযা পড়লাম। ত্রিশ বছরের টগবগে যুবক।

মুহুর্তের দুর্ঘটনা নিভিয়ে গেল তার জীবন প্রদীপ। কি করার আছে এখন? দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন। আমাদের কাছের মানুষ যারা বিদায় নিয়েছেন, আমাদের উচিত প্রতিনিয়ত তাদের জন্যে দোয়া করা। কিভাবে দোয়া করব? মনের আকুতি মিশিয়ে বিনয়ের সাথে আল্লাহর কাছে কোন কিছু চাওয়াই তো দোয়া। কুরআন ও হাদীসে আমাদের শিখিয়ে দেবার জন্য অনেক দোয়ায় এসেছে।

মৃত ব্যাক্তির জন্যে রাসুল (সঃ) যে সমস্ত দোয়া করেছেন তার একটি দোয়া সবার সাথে শেয়ার করছি। আমার কাছে এটি খুবই হৃদয়গ্রাহী মনে হয়। আবু আব্দুর রাহমান আওফ ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) এক ব্যাক্তির জানাযা পড়লেন। আমি তাঁর দোয়াটি মুখস্ত করে রেখেছি।

তিনি দোয়া করলেনঃ আল্লাহুম্মাগফির লাহু ওয়া আফেহি ওয়াফু আনহু, ওয়া আকরিম নুযুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু, ওয়াগসিলহু বিল মায়ে ওয়াস সালযে ওয়াল বারদে ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওবাল আবইয়াদা মিনাল দানাসে, ওয়া আবদিলহু দারান খাইরাম মিন দারিহি, ওয়া যাওজান খাইরাম মিন যাওজিহি, ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আইযহু মিন আযাবিল কাবরি ওয়া মিন আযাবিন নার। (হে আল্লাহ! তাকে মাফ করে দাও এবং তার উপর রহম কর, তাকে নিরাপত্তা দান কর, তাকে ক্ষমা করে দাও, জান্নাতে তাকে মর্যাদাপুর্ণ স্থান দান কর, তার কবর কে সম্প্রাসারিত কর, তার গুনাহ কে ধুয়ে দাও পানি, বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে, তাকে গুনাহ থেকে এমন ভাবে পরিস্কার করে দাও সাদা কাপড় পরিস্কার হয় ময়লা থেকে, তার ঘরের চাইতে ভাল ঘর তাকে দান কর, তার পরিজনদের চাইতে ভাল পরিজন তাকে দান কর, তার স্ত্রীর চাইতে ভাল স্ত্রী তাকে দান কর, তাকে জান্নাতে প্রবেশ করাও এবং তাকে কবরের আযাব ও জাহান্নামের আযাব থেকে নিরাপদ রাখ। ) আবু আব্দুর রাহমান বলেন, তিনি এমন ভাবে দোয়া করলেন যে আমার মনে আকাঙ্ক্ষা জাগল, হায়, এই মৃত ব্যাক্তি যদি আমি হতাম! (ঈমাম মুসলিম হাদিস টি বর্ণনা করেছেন, বাংলায় অনুদিত রিয়াদুস সালেহীন ৩য় খন্ডের ৯৩৫ নম্বর হাদীস এটি)। আসুন আমরা আমাদের কাছে লোকদের জন্য অন্তর থেকে দোয়া করি। আর মৃত্যকে স্মরন রেখে ভাল কাজ করি।

এমন ভাবে জীবন কাটাই যেন আমরাও মারা গেলে অন্যের কাছ থেকে এরকম দোয়া পাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।