আমাদের কথা খুঁজে নিন

   

কাছের মা, দূরের মা

পুরো মাথা ব্যান্ডেজ করা। তাতে ঢাকা পড়েছে একটি চোখসহ মুখের বড় অংশ। আঘাতের কারণে মুখমণ্ডল ফুলেও গেছে। নাকে অক্সিজেনের নল। চেহারা ভালো করে বোঝা যায় না।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ২০-২২ বছর বয়সের এই যুবক সংজ্ঞাহীন। এই যুবকের মাতৃত্বের দাবি নিয়ে সেখানে অপেক্ষা করছেন দুই নারী।
২৪ এপ্রিল বিধ্বস্ত রানা প্লাজা থেকে যুবকটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। গতকাল সোমবার দুপুর পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।

আছেন লাইফ সাপোর্টে।
গতকাল আইসিইউতে কথা হলো মা দাবিদার দুই নারীর সঙ্গে। এঁদের একজন শুক্কুরি বেগম। বাড়ি সাভারের কাছেই, মানিকগঞ্জের সাটুরিয়ায়। গত শুক্রবার শুক্কুরি বেগম নিখোঁজ ছেলেকে খুঁজতে খুঁজতে এই হাসপাতালে এসে অজ্ঞাত পরিচয় এই যুবককে তাঁর ছেলে জাহাঙ্গীর বলে শনাক্ত করেন।

তাঁর দাবি, জাহাঙ্গীর সম্প্রতি বিয়ে করেছেন। তাঁর স্ত্রী শাহানাজও এসেছিলেন পরদিন। স্ত্রীরও অনুমান, এই যুবকই জাহাঙ্গীর। দুই দিন এভাবেই কেটেছে।
সমস্যা দেখা দেয় গত রোববার।

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের মুনজেলা তাঁর নিখোঁজ ছেলে মনোয়ার হোসেনকে খুঁজতে খুঁজতে এনাম হাসপাতালে আসেন এবং এই সংজ্ঞাহীন যুবকটিকে তাঁর ছেলে বলে শনাক্ত করেন। এর পর থেকে ছেলের দাবি নিয়ে দুই পরিবারের মধ্যে চলছে টানাপোড়েন। মুনজেলাদের বাড়ি সাভার থেকে অনেক দূরের মিঠাপুকুর। তাই তিনি রোববার থেকেই হাসপাতালের আইসিইউর সামনে অপেক্ষা করছেন। সেখানেই রাত কাটাচ্ছেন।


শুক্কুরি বেগম ও তাঁর পরিবারের লোকেরাও আছেন হাসপাতালে। তবে বাড়ি কাছে হওয়ায় তাঁরা পালা করে হাসপাতালে থাকেন।
মুনজেলা প্রথম আলোকে বলেন, তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে মনোয়ার বড়। সে অবিবাহিত। ছোটবেলায় দায়ের কোপ লেগে ডান হাতের কবজির কাছে নিচের দিকে কেটে গিয়েছিল।

অজ্ঞান এই যুবকের হাতের ঠিক একই জায়গায় সেই দাগ আছে। ওই দাগ দেখেই তিনি ছেলেকে চিনেছেন।
আর শুক্কুরি বেগম বলেছেন, তাঁর ছেলে জাহাঙ্গীরের হাত ছোটবেলায় কেটে গিয়েছিল। তিনিও সেই দাগ দেখে ছেলেকে শনাক্ত করেছেন।
হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, ‘যুবকটির মাথায় গুরুতর আঘাত ছিল।

বুধবার রাতেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন। আমরা আশা করছি, যেকোনো সময় সংজ্ঞা ফিরবে। তবে এসব ক্ষেত্রে নিশ্চিত করে কিছু বলা যায় না। ’ তিনি বলেন, ‘কথা বলতে পারলে তো তিনি নিজেই বলতে পারবেন, কে তাঁর মা।

আর যদি অন্য কিছু ঘটে যায়, তবে ডিএনএ পরীক্ষা করে এই পরিচয় সমস্যার সুরাহা করা যাবে। ’
‘দুই মা’ কাছে বসে গতকালও অপেক্ষার প্রহর গুনছিলেন। কখন ফিরবে ‘ছেলের’ জ্ঞান! সেই সঙ্গে উৎকণ্ঠা, কাকে ডাকবেন ‘মা’ বলে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।