আমাদের কথা খুঁজে নিন

   

ব্যপারটা নজরে পড়েছিল ফেইসবুক আইডি ওপেন করার পর পরই

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়।

আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই. ব্যপারটা নজরে পড়েছিল ফেইসবুক আইডি ওপেন করার পর পরই। অবাক হলেও খুব একটা পাত্তা দেই নাই ব্যপারটাকে যখন দখেছিলাম একটি বাচ্চা ছেলে বা মেয়ে বড়জোড় ৯ম বা ১০ম শ্রেনীতে পড়ে সে অর্ধনগ্ন ছবি দিয়ে আইডি করে নিজেকে প্রকাশ করে । লেখা থাকে প্রিয় ছবি এমেরিকান পাই বা xxx । আর ইন্টারেস্ট এর জায়গায় লেখা থাকে ছেলে বা মেয়েদের নিয়ে অন্তরঙ্গ সময় কাটানো । আমি নিশ্চিত অনেকেই হয়ত এরকম আইডি দেখে থাকবেন ।

কিন্তু আজকে এ টি এন নিউজে ফেইসবুকের উপর টিনএজার ও ননটিনএজারদের আসক্তি এবং বাবা মাদের ভবিষ্যত আশংকার কথা কণগোচর হওয়ায় ব্যাপারটা আবার ভাবিেয় তুলল। একটা ফেইসবুক আইডি হতে পারে একটি মুক্ত মনের পরিচায়ক হিসাবে । যে কেউ যে কোন জ্ঞানমূলক, ধর্মমূলক, শিক্ষামূলক যে কোন তথ্য দিয়ে বন্ধুদের সহায়তা করতে পারে । এভাবে তথ্য ও ছবি শেয়ারের মাধ্যমে একদিন দেখা যাবে একেবারে না জানা ঐ স্থানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে । একজন মানুষের মাধ্যমে এগিয়ে যেতে পারে দেশ ।

একটি স্কুলের বাচ্চা সে ফেইসবুক ব্যবহার করে । করুক, কিন্তু তাকে ব্যবহারের ভালো দিকতো শেখাতে হবে । সেও পারে তার স্কুল, তার শৈশব বা তার ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে নিজেকে সবার মধ্যে অন্যরকম করে পরিচয় করাতে । শিক্ষাক্ষেত্রেও এই ফেইসবুক হতে পারে ক্রিয়াশীল মাধ্যম । নোট, লেকচার বা পড়াশোনা বিষয়ক কোন নিজস্ব ধারনা যা উত্তর লেখায় বৈচিত্র আনতে পারে, শেয়ার করুন সবার মধ্যে ।

কিন্তু এত সুযোগ থাকার পরও এর খারাপ ব্যবহারে উৎসাহিত হয়ে যেভাবে কুরুচিপূর্ন ছবি বা কথা দিয়ে আইডি ভরে রাখে তা সত্যিই হতাশাজনক এবং উদ্বিগ্নতার সৃষ্টি করে । এই কুরুচিপূর্ন ফেইসবুক আইডি শুধু নিজেকে খারাপ ভাবেই প্রকাশ করে না এতেই উৎসাহিত হয় সাইবার ক্রাইম । কারন দেখে দেখে শেখা থেকেই একদিন মানুষ তা প্রমাণ করতে চায় । যদি অশ্লিলতা ও নগ্নতা বাড়তে থাকে, তবে আমাদের তরুন সমাজকে নেশা এবং অপরিপক্ক বয়সে যৌনতাজনিত অপরাধ থেকে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে । তাই প্রতিটা বাবা মায়েরই এ ব্যপারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে এবং এজন্য এ বিষয়ে জানতে হবে ।

আর জানানোর দায়িত্ব কিন্তু আমাদেরও । মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। আসুন সবাই মিলে ভাবি, সুন্দর একটি বাংলাদেশ গড়ি । একদিন এখানকার কেউই হয়ত মাহাথির মোহাম্মদের মত দেশের মানুষের কথা বলে দেশকে পাল্টে দেবে । এজন্য সবারই উচিৎ হবে ধৈর্য না হারিয়ে লিখে যাওয়া আর নিজেকে ঔ ভাবে প্রতিষ্ঠিত করা ।

কলম অনেক শক্তিশালী । কলম ধরার সাহস যখন হয়েছে দেশকে পরিবর্তন করার সামর্থও সবার আছে । তাই এগিয়ে চলতে বাধা কোথায় ? মনে রাখবেন আপনার ইস্পাত কঠিন পজিটিভ চিন্তা দ্বারাও বদলে যেতে পারে আমাদের এই দেশ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।