আমাদের কথা খুঁজে নিন

   

টিপস এন্ড ট্রিকস : যে অডিও ফাইল বা ইউটুব ভিডিও কে ব্যবহার করুন মোবাইল রিংটন হিসেবে।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

১.ইউটুব ভিডিও থেকে মোবাইলের রিংটন । ইউটুব ভিটিও থেকে মোবাইল রিংটন করার সুযোগ দিচ্ছে tube2tone নামক এই সাইটি। কোন প্রকার লগএন ছাড়াই আপনি আপনার পছন্দের ইউটুব ও ফেসবুকের ভিডিও কে মোবাইলের রিংটন করতে পারেন। সাইটে গিয়ে সার্চ বক্সে ইউটুব ভিডিওর লিংক লেখুন, তারপর ভিডিওটি প্লে করে আপনার পছন্দের অংশটুকু রেকর্ডিং করে create বাটনে ক্লিক করুন।

ছবি : এখন তাদের সাথে সহমত প্রকাশ করে আপনার পছন্দের ফরম্যটে রিংটনি ডাউনলোর করুন। এখানে পাবেন অনেক ধরনের ফরম্যাট। আপনার পছন্দের ফরম্যাটে সেভ করে নিন। ছবি : ২. মোবাইলের থিম, ওয়ালপেপার ও রিংটন । মোবাইলের থীম রিংটন ডাউনলোড করার জন্য আমার একটি প্রিয় সাইট হচ্ছে zedge.net এখান থেকে আপনি আপনার প্রিয় গানের রিংটন ও নিত্য নতুন থিম ডাউনলোড করে নিন।

আর যদি আপনার পছন্দের রিংটন খুজেই না পান তবে আপনি নিজেই করে নিন আপনার পছন্দের রিংটন। ৩. এমপি থ্রী ফাইল কে ছোট করুন। অনেক সময় আমাদের বিভিন্ন কাজে এমপি থ্রী ফাইল কে ছোট করার দরকার হয়। এ কাজে আমরা বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। যদি এই কাজটা অনলাইনে পাই তবে খারাপ হবে কি? আর যদি তাও হয় কোন প্রকার রেজিস্টেশনের ঝামেলা ছাড়াই।

হ্যা এই কাজটি আমরা অনলাইনেই করে নিতে পারি Online MP3 Cutter সাইট থেকে। কিভাবে? খুবই সহজ, সাইটে ঢুকুন, আপনার এমপি থ্রী ফাইলটি ওপেন করুন, আপনার পছন্দের অংশ সিলেক্ট করুন তারপর ক্লিক করুন কাট এন্ড সেভ। ছবি : আজাইর পেচাল : বাংলাতে আরো টিপস এন্ড ট্রিকস পড়ুন হিমেলের ছোট্ট ঘর থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।