আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের আইফোন (পরামর্শমূলক)

Right is right, even if everyone is against it; and wrong is wrong, even if everyone is for it

অনেক দিনের সখ ১টা আইফোন কিনবো। কিন্তু আইফোন এর দাম,সুবিধা-আসুবিধা ইত্যাদি সর্ম্পকে কিছুই জানিনা। কারো জানা থাকলে আমাকে সাহায্য করুন। একজন আমাকে পরামর্শ দিলো---- বাংলাদেশে যদি ব্যাবহার করতে চান তাহলে iphone এর সব ফিচার ব্যাবহার করা যাবে না কারন আমরা এখনও 3G network এর সুবিধা ভোগ করি না। তবে যদি কিনতেই চান তাহলে iPhone 2G কিনতে পারেন।

কারন দাম কম পরবে (আমার জানা মতে ১৭০০০-২২০০০ টাকা) clickbd.com এ গিয়ে দেখতে পারেন। তবে apple 2G আর বাজারজাত করে না এবং সব ধরনের headphone ব্যাবহার করতে পারবেন না(apple এর original ই ব্যাবহার করতে হবে। আমার জানা মতে দাম ২/৩০০০ টাকা, তবে সস্তা headphone idb তে পাওয়া জাবার কথা)! তাই ভেবে দেখুন। 3G(৩৫০০০টাকা এর মত)/3GS(৫৫০০০ টাকা এর মত) এর ফিচার মোতামুতি একই। পার্থক্য হল 3GS থেকে VDO করা যায় (jailbreak করলে 3G তে ও যাবে)।

voice command আর digital compass এছাড়া আলাদা কোন সুবিধা পাবেন না। nike+ipod সুবিধা পাওয়া যাবে 3GS এ কিন্তু সেন্সর বাংলাদেশে পাওয়া যাবে বলে মনে হয় না। iphone আনলক করা খুব এ সহজ। youtube এ প্রচুর vdo পাবেন! আমার আরো কিছু তথ্য জানা দরকার। দেশে কি আইফোন পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? দাম কেমন হবে? কোথা থেকে কিনলে ভালো হয়? আইফোন বলতে সবাই পাগল,এর রহস্য কি? এমন কি আহামরি সুবিধা আসে এতে? ওয়াই-ফাই কাজ করেতো?? শুনলাম আইফোন বাইরে থেকে আনালে লক করা থাকে ।

আনলক কিভাবে করতে হয়? আনলক করা কি ঝামেলা? নেট ব্রাউজ করার ক্ষেত্রে স্পীড কেমন থাকে? অভারঅল পারফরমেন্স কেমন??? কয়েকজন আমাকে কিছু তথ্য দিয়েছে। আপনাদের জানার এবং আরো তথ্য দেওয়ার সুবিধার্থে নিচে তাদের তথ্যগুলো দিলাম, এর বাইরে কারো তথ্য জানা থাকলে দিতে পারেন। এতে করে আমি সহ আমার মতো যারা আইফোন কিনবেন ভেবেছেন তাদের উপকার হবে। ১। রিফাত হোসেন বলেছেন: second hand kinun shoshtae paben. 3gs (3.02 version ar kinban tahola Blackra1n install korta parben, tahola nishidho file download kora jabe) jodi credit card thaka tahola online a shoshtae paben. kujhlai hobe ।

২। রিফাত হোসেন বলেছেন: তবে আমার ব্যক্তিগত মতামত । এটির ৩জিএস ভার্সন না কিনে আরও কিছুদিন অপেক্ষা করুন । ৪জি আসবে । তখন কিনলে সুবিধা পাবেন ।

কারন বর্তমানের থ্রিজিএস আইফোনের ব্লুটুথ মাঝে মাঝে কাজ করে আবার মাঝে করে না । ওয়্যারলেস ল্যান বা থ্রি জি নেটওয়ার্ক এরও একই অবস্থা । ফ্ল্যাস সাপোর্ট করে না । ওয়েব ব্রাউজিং এ ঝামেলা হয় । সুবিধা শুধু ইউটিউব এই ।

আর ফটো তোলার কোয়ালিটিও আহামরি না । তাছাড়া অনেক কিছুই ঝামেলা করে । মোবাইল কন্টাক্ট নম্বর শুধু আইফোনেই সংগ্রহ হয়ে থাকে । সিম কার্ডে কপি কান পেষ্ট করার মত সুবিধা নাই । তাছাড়া সেটিংস নোকিয়ার মত সহজ নয় বরং আরও জটিল ।

তবুও সবার মন কেরেছে । কারণ টাচ পদ্ধতি আর আইপড আর ফোন যৌথ সুবিধা, ফোন মেমোরি, রেম মেমরি । ইউটিউব । এইসব । ৩।

সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: গুগলের নেক্সাস ওয়ান কেনেন। জিএসএম, সিডিএমএ দুইটাই আছে, দামও কম । হার্ডওয়্যার কনফিগারেশনও অনেক ভাল আইফোনের চেয়ে। ৪। রিফাত হোসেন বলেছেন: ki kinban? onak type ar iphn achhe. http://www.apple.com/de/iphone/ daka ashun dam to 1 lakh porjonto hota para. ! iphone 3g -- iphone 3gs so dam to alada hobai karon 3gs notun model ar 3g thaka aro unnoto. bolta gala onak 16 gb othoba 32 gb harddisk so tatos dam kom bashi hoe (shudhu 3gs ar jonno) (dam 70 thaka 1 lakh porjonto katro bishasha) 3g ta shudhu 8 gb internalmemory ( dam katro bishahae 30 thaka 50 hazar takar moddha) katro bishash bolta , dash, currency, network support. extra equipment bujhachhi) ক্রেডিট কার্ড থাকলে সর্বনিম্ন ৮ গিগা ইন্টারনাল মেমরী সম্বলিত ৩জি আইফোন ৩০ হাজার টাকা থেকে সবোচ্চ ৪০ হাজার টাকায় পাবেন ।

৫। কুঁড়ের বাদশা বলেছেন: বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনার ৪০-৬৫ হাজার দাম পড়বে কোয়ালিটির এবং ডিলার ভেদে আমেরিকা থেকে কিনতে গেলে দাম পড়বে (৮ জিবি)৩৯৯ ডলার মানে প্রায় ২৮ হাজার টাকা। ৬। সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: @ কুঁড়ের বাদশা, ভাই ঐটা ২০০৭ এর শেষ দিকের কথা, এখন ৮ গিগস এর দাম ৯৯ ডলার, এটিআ্যন্ডটি'র কোয়ালিফাইড প্ল্যান এর সাথে। আর আ্যপল এটিআ্যন্ডটি'র প্ল্যান ছাড়া আইফোন বেচে না।

Click This Link নতুন আনলকড আইফোন ৮ গিগস ৫৪৫ আর ১৬ গিগস ৭০০ এর মত। http://www.gsmmonster.com/ ৭। দূর আকাশের নীল তারা বলেছেন: যারা অ্যপাল ম্যাক পিসি ব্যবহার করেন না, তাদের জন্য আইফোন একটা ভোগন্তিই। সব সফটওয়ার চলে না, প্রায়ই হ্যাঙ্ক করে, কিংবা একবার চলে তো আরেকবার চলে না। ছবির কোয়ালিটিও আহামরি না।

ওয়েব ব্রাউজিং ঝামেলাপূর্ণ। ইউজার ফ্রেন্ডলিও না। এরচেয়ে এইচ টি সি কিনুন, একই সুবিধা পাবেন, ইউজার ফ্রেন্ডলি, দাম কিছুটা কম। যে কোন পিসিতে খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন। আই প্রোডাক্টের প্রতি খুব টান থাকলে আইপড কিনে নিতে পারেন।

৮। ঢাকাইয়া টোকাই বলেছেন: দেশে থাকলে আই-ফোন এর শুধু মাত্র তিনটা ফিচার ইউজ করতে পারবেন, ১) কল করা ২) ছবি/ ভিডিও তোলা ৩) মেয়ে পটানো। এ ছারা বাকি সব ফিচার অকাজো যদি না ওয়াই ফাই থাকে। বাট হু কেয়ারস রাইট? ৯। আকাশ আমার সীমানা বলেছেন: আপনি বাংলাদেশে থাকলে iphone কিনে কোন সুবিধা করতে পারবেন না।

ভালো ফিচার গুলাই কাজে লাগাতে পারবেন না। ঢাকাইয়া টোকাই যে ৩টা কথা বলছেন সেগুলো করতে চাইলে অবশ্য ঠিক আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.