আমাদের কথা খুঁজে নিন

   

ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! পর্ব: ২


পেজ লোড হতে প্রচুর সময় নিতে পারে তাই দুইভাগ করে ছবিগুলো দিলাম। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এখানে আবারও সেন্টমার্টিনস...আকাশ আর পানির এত সুন্দর রং আমি বাস্তবে তো দূরের কথা কোনদিন ছবিতেও দেখি নি। এটা ফয়স' লেকের পাহাড় থেকে তোলা। ছবি তোলার আগে এলসিডিতে প্রিভিউ দেখানোর সময় সূর্যের রশ্মিগুলো ছিল।

তোলার পর দেখি সব গায়েব। ক্যামেরার প্রসেসরটার মাতাব্বরী আর সহ্য হয় না একই কাজ করেছিল জাফলংয়ের পানিতে প্রতিফলিত সূর্যরশ্মি নিয়ে। এই ছবিটা বলা যায় কপি করা। সিলেট লাউয়াছড়ি ইকোপার্কে গিয়ে মনে হল এই রকম একটা ছবি আগে কোথাও দেখেছিলাম। কোথায় সেটা মনে নেই।

এই ছবিটায় আমি প্রসেসরের কাজে সন্তুষ্ট!!! আমি জাস্ট শাটার প্রেস করেছি, কিছুই সেট করি নি। ফোকাসিংও না। এমন কি মোশনটা ফ্রিজ করব এটা চিন্তাও করি নি। কিন্তু প্রসেসর দেখি নিজ দ্বায়িত্বে সেটা করে দিয়েছে। এটা সেন্টমার্টিনস এ সূর্যাস্ত।

অস্তমান সূর্যের সামনে দিয়ে ভেসে যাওয়া সাদা মেঘ ধরার চেষ্টা করেছি। এটা পতেঙ্গার সী বিচ। গাঢ় নীল। কাপ্তাই লেকের পাশের পাহাড়। এই ছবিটার কোন বর্ণনা নেই।

সবুজের অনেকগুলো শেড উঠেছে ছবিটায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।