আমাদের কথা খুঁজে নিন

   

ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!!



ক্যামেরা কেনা নিয়ে প্রচুর গবেষণা, ঘাটাঘাটি আর দোকানদারদের প্রচন্ড বিরক্ত করার পর ভাগ্যের নির্মম পরিহাসে জুটলো দুই চোক্ষের বিষ সনি তবে ছবি তোলার পরে এর পার্ফর্মেন্সে আমি সন্তুষ্ট। সামুতে অনেকদিন হল দেব দেব করে দেয়া হচ্ছে না। আজ কিছু ছবি এডিট করে দিলাম। জীবনে প্রথমবার ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা, ফটোগ্রাফীর জ্ঞান বলতে সামু, সচলায়তনের পোস্ট, নেটের কিছু ব্লগ আর কয়েকটা ই-বুক। আকারে অনেক বড় বলে ছবিগুলোর রেজ্যূলেশন অনেক কমিয়ে দিতে হল।

একেকটা ছবিই প্রায় ৫ মেগাবাইট করে ছিল। এডিটের পর কোয়ালিটি কিছুটা কমে গেছে (আগে যদি কিছু থেকে থাকে আর কি ) পিটিএস এ ফোকাসিং করা যায় না বলে দুঃখ ছিল। সিলেট বিটিআরআই এ এই ফুলগাছটা দেখে হঠাং আইডিয়া এল। ম্যাক্রো মুডে তুললাম। পিছনের ফুলগুলো ব্লার হয়ে গেছে এই ধরনের ছবির নামকরণের একটা রেওয়াজ চালু আছে, দুরন্ত শৈশব।

রেওয়াজ ভাঙ্গলাম না জাফলংয়ের অসাধারণ স্বচ্ছ পানি। এডিটের পর সামান্য অস্বচ্ছ্... এটা মনে হয় একটু ভাল আছে। এটাও জাফলংয়ের। কাপ্তাই লেক নৌকা চালিয়ে পাড় হয়ে স্কুলে যাওয়া। আমি হলে জীবনেও পড়তাম না এইটার শানে নূজুল একটু বড়।

ছবিটা ভ্যালেন্টাইনস ডে তে তোলা। ডুলহাজরা সাফারী পার্কে। আমাদের এক বান্ধবীর হাত থেকে ফুল ছিনতাই করে নেয় বানরটা!!! ইনানী বিচে সূর্যাস্ত। আচ্ছা, সূর্য দেখি দিগন্তের প্রায় ফুটখানের উপরে ডুবে। আমিতো শুনেছিলাম সরাসরি নাকি সাগরের পানিতে ডোবে সেন্টমার্টিনস আইল্যান্ডে তোলা আমার এক বান্ধবীর ছবি।

এক্সপোজার অনেক কমিয়ে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে আরও কমালে আর্টিস্টিক হত সেন্টমার্টিনস এর অসম্ভব পরিষ্কার নীল আকাশের পটভূমিতে নারিকেল পাতার দোলা... The Old man and the Sea??? ঐ দেখা যায় পোনা মাছ। সাগরের স্বচ্ছ পানিতে পোনা মাছ দেখা ছেঁড়া দ্বীপের পানি। স্বচ্ছতায় জাফলং ফেইল!!! প্রিন্স আর প্রিন্সেস। প্রিন্সেস দেখলাম কথা ভাল করে বলতে পারে না এখনও, কিন্তু যা বলে সব ইংলিশে!!! প্রিন্সকে বেবী বেবী করে কি যেন বলছে ।

পরে জানলাম ইনি আমেরিকায় থাকেন শুরুতে তোলা ছবি দিলাম সবশেষে। খুলনা শহর। সূর্যোদয় না সূর্যাস্ত মনে নাই দ্বিতীয় পর্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।