আমাদের কথা খুঁজে নিন

   

‘সংলাপ সড়কে আনবেন না’

কয়েকদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ সড়ক দেখতে শনিবার গাজীপুরে যান যোগাযোগমন্ত্রী কাদের।
সেখানে সাংবাদিকরা রাজনৈতিক সংলাপের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, তিনি এ বিষয়ে কথা বলবেন না।
“সংলাপের চেয়ে রাস্তা-ঘাটের সমস্যা এখন বড় সমস্যা। যোগাযোগমন্ত্রী হিসাবে আমার দায়িত্ব দুর্ভোগ কমিয়ে মানুষকে স্বস্তি দেয়া। সংলাপটা আপনারা রাস্তায় আনবেন না।


আগামী নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টপাল্টি অবস্থানের মধ্যে সংলাপের আলোচনা চলছে।
কাদের দাবি করেন, যোগাযোগ মন্ত্রণালয় এখন স্মরণকালের সবচে’ ভালো সময় অতিক্রম করছে।
তবে পুরনো সমস্যাগুলো কাটিয়ে কাজ করতে হচ্ছে জানিয়ে কিছু সময় দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমি ১৬ মাসে ১৬ বছরের ছবি পরিবর্তন করতে পারবো না। আমি রাতিরাতি ম্যাজিকের মতো কিছু করতে পারবো না।


“এখন আর এ মন্ত্রণালয়ের (প্রকৌশলীদের) রমরমা বদলি বাণিজ্য হয় না। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আমরা একেবারে জিরো ট্রলারেন্স। ”
রাস্তায় গর্ত হলে তাৎক্ষণিকভাবে মেরামত, ফাটল দেখা দিলে দ্রুত ভরাট এবং পানি জমলে শিগগিরই ‘ড্রেন আউট’ ও ‘পাম্প আউট’ করা- এ তিনটিকে আগামী তিন মাসের অগ্রাধিকারমূলক কাজ হিসেবে দেখা হচ্ছে মন্ত্রী জানান।
“বর্ষা ও ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে সংশ্লিষ্টদের কারো গাফিলতি কোনোভাবেই মেনে নেয়া হবে না। এ সময়য়ে তাদের সর্বোচ্য সতর্ক থাকতে হবে।


এসময়ে সড়ক যোগাযোগ সচল রাখা ও যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য আগাম প্রস্তুতির বিষয়ে রোববার সকালে মন্ত্রণালয়ে এক জরুরি সভা ডাকা হয়েছে বলে জানান তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস সড়ক এলাকা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ, ঢাকা জোনের তত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান ও গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।