আমাদের কথা খুঁজে নিন

   

স্বামী চুরি


মোহাম্মদ আবুল হোসেন: অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন কিলি রবার্ট (২২) নামের এক যুবতী। তিনি মার্গারেট লিনডেন (৭৩) নামের এক নারীর হৃদয় ভেঙে খান খান করে দিয়েছেন। ভেঙেছেন তার ঘর। চুরি করেছেন তার ৬৩ বছর বয়সী স্বামীকে। শুধু তা-ই নয়।

তার ৬৩ বছর বয়সী স্বামী জ্যাক ডোবসনকে প্রেমের নেশায় ডুবিয়ে তাকে এখন বিয়ে করার পরিকল্পনা করছেন। বর্তমানে জ্যাক ডোবসনকে কিলি এখন আলাদা বসবাস করছেন। এ ঘটনা ঘটেছে উত্তর লন্ডনের ক্যামডেন এলাকায়। নিউজ অব দ্য ওয়ার্ল্ড এ খবর দিয়ে আরও জানিয়েছে- সুখের সংসার ছিল মার্গারেট লিনডেন ও জ্যাক ডবসনের। তখন কিলি রবার্টস ছিলেন বেকার।

তাকে একটি কাজ দেন মার্গারেট-জ্যাক দম্পতি। তাহলো তাদেরকে দেখাশোনা করতে হবে। ব্যাস, মাথার ওপর ছাদ পেয়ে যান কিলি রবার্টস। একদিন বাইরে থেকে বাসায় ফিরে মার্গারেট লিনডেনের তো চোখ চড়কগাছ। তিনি আপত্তিকর অবস্থায় বাসার সোফার ওপর দেখতে পান তার স্বামী ও কিলিকে।

কিলির শরীরের উপরের অংশে কোন কাপড় নেই। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হয় তার। তার স্বামী এত নিচে নেমে যেতে পারেন। কিলিই বা কতটা মানবিক! সে মাথার ওপর একটু ছাদ পেয়ে তার অনুগ্রহে বাঁচার একটি পথ পেয়ে তারই মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। আস্তে আস্তে এ খবর ছড়িয়ে পড়ে।

মনের কষ্টে কিলি ও জ্যাককে বাড়ি থেকে বের করে দেন মার্গারেট। ফলে তারা পাড়ি দেন নতুন জীবনে। বাসা থেকে চলে আসেন তারা। এখন তাদের বসবাস উত্তর লন্ডনের ক্যামডেনে একটি ফ্লাটে। এখনও কিলি বেকার।

তিনি অনেকবার হেয়ারড্রেসার হিসেবে কাজ করতে চেষ্টা করেছেন। কিন্তু পারেন নি। বুধবার রাতে কিলি তার এসব কর্মের কথা স্বীকার করেছে। বলেছে, এখন আমি বাইরে কোথাও যেতে চাইলে জ্যাকের অনুমতি নিয়ে চলি। এমনকি একটি কাপড় কিনতে চাইলেও।

এত বেশি অসম বয়সের জুটি নিয়ে তার কোন আক্ষেপ নেই। বরং কিলি বলেছেন- আমি যে ধরনের বন্যতা পছন্দ করি জ্যাক তেমনই একজন। আমাদের শারীরিক সম্পর্ক খুবই মধুর। কিলি আরও বলেছেন, ইতিমধ্যে জ্যাক তাকে ৩ হাজার পাউন্ডের একটি এনগেজমেন্টের আংটি দিয়েছেন। প্রতি মাসে তার হাত খরচ দেন ৩শ পাউন্ড।

এছাড়া ওই ফ্ল্যাটের ভাড়া ও অন্য সব বিল দেন জ্যাক। এসব অর্থ পান তিনি পেনশন থেকে। কেন কিলি এত বয়সী একজন মানুষকে তার সংসার ভেঙে নিজের করে নিচ্ছেন? এর অনেক উত্তর থাকতে পারে। হতে পারে তার পেনশনের অর্থ। ইতিমধ্যে জ্যাক তার সম্পত্তি উইল করে দিয়েছেন কিলিকে।

ফলে তার ভবিষ্যত নিয়ে আর কোন উদ্বেগ নেই। কিন্তু উদ্বেগ আছে মার্গারেট লিনডেনের। তিনি বলেছেন, কিলি আমার জীবনকে ধ্বংস করে দিয়েছে। সে আমার স্বামীকে চুরি করেছে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।