আমাদের কথা খুঁজে নিন

   

তামিম আউট ! ফলো অন বাংলাদেশ স্টাইল !



সকালে একখানা জবরদস্ত ৪ আর পরের বলের ১ সর্বমোট ৮৬ রানে বোল্ড আউট তামিম ইকবাল। বাংলাদেশ ১৫৯/৬। নামলেন মুশফিক। ওপাশে নাইটওয়াচম্যান শাহাদাত হোসেন। কাল থেকে হিসাব শুরু হয়েছে বাংলাদেশের ফলো অন এড়াতে আর কত রান দরকার ? ক্রিকেটে এরকম অবস্থায় হিসাবের তরিকা এটাই।

তবে আমার কাছে বাংলাদেশী ফলো অনের অন্য একটা অর্থ খোলাসা হয়েছে। সেটা হলো খেলা শুরুর কিছু পরেই আউলফাউল শট খেলে একজন উইকেট বিলানোর সূচনা করবেন। এরপর শুরু হবে তাকে ফলো করে উইকেট বিতরণ। মাঝে মাঝে রিয়াদ তামিমদের মতো কিছু নালায়েক এই ফলো অনের মাজেজা না বুঝে কিছু সময় ক্রিজে ঝুলে থাকে। একসময় তাদেরও ভুল ভাঙ্গে।

তারাও ফলো অন শুরু করেন। বাংলাদেশ আসলে মাঠে নামার কিছু পর থেকেই ফলো অন শুরু করেছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।