আমাদের কথা খুঁজে নিন

   

আল-কুরআনের গল্প -২ : মায়ের দোয়া

oracle.samu@googlemail.com

আগের পর্ব: আল-কুরআনের গল্প -১ : গরুর খোঁজে যে ভাবে শুরু: বেশ ছোট বেলাতেই পরিচয় ঘটে ঈশপের গল্পের সাথে। এর পর রাশিয়া , চীন, জাপানের উপকথা; নাসিরুদ্দিন হোজ্জা আর চানক্যের গল্প। ১২-১৩ বছর বয়সে ইংরেজী পাঠ্য বইয়ে আবার ফিরে আসে ঈশপের গল্প। গল্পগুল আমাকে যেমন চরম আনন্দ দিত ঠিক তেমনি ভাবে এর শিক্ষাগুল নিজেকে নিয়ে নতুন করে ভাবতে ও নিজস্ব চিন্তা ধারা তৈরী করতে সাহায্য করত। সাল ২০১০: হটাৎ করেই আল-কুরআনের বাংলা অনুবাদ পড়ার ইচ্ছে জাগল, যেমন ভাবা তেমন কাজ...শুরু করলাম পড়া।

আর পড়েতে পড়তেই মাথায় আইডিয়াটা এল - আল-কুরআনে বর্নিত ঘটনাগুলকে ইশপের গল্পের মত করে লিখলে কেমন হয়? শিক্ষা গ্রহনের উৎস হিসেবে আল-কুরআনের চাইতে ভাল আর কি ই বা হতে পারে! গল্প -২ : মায়ের দোয়া [গল্পটি সূরা: আল-ইমরান (আয়াত ৩৩-৪৪) এর অংশ ] মানব জাতির মধ্যে আল্লা আদম, নূহ, ইব্রাহীমে বংশধর ও ইমরানের পরিবারকে সর্বচ্চ মর্যাদা দিয়েছিলেন। আর এই ইমরান বংশেরই এক সন্তান সম্ভবা মহিলা প্রতিনিয়ত আল্লার কাছে তার অনাগত সন্তানের জন্য দোয়া করতেন, বলতেন "হে প্রভু ! আমার গর্ভ যে আছে তাকে আমি তোমার জন্য নিবেদিত করলাম একান্তভাবে, আমার পক্ষ থেকে তা কবুল কর। নিঃসন্দেহে তুমি সর্বশ্রেষ্ঠ শ্রোতা ও সর্বশ্রেষ্ঠ অন্তরযামি। "। সন্তান প্রসবের পড় আবার তিনি দোয়া করলেন, "হে প্রভু! আমি তাকে প্রসব করলাম যে একটি কন্যা শিশু।

আর আমি তার নাম রাখলাম মরিয়ম, আর আমি অবশ্যই তোমার আশ্রয়ে তাকে রাখলাম; তার সন্তান-সন্তুতিকে ও; পথভ্রস্ট শয়তান থেকে। " আল্লাহই ভাল জানতেন কি তিনি প্রসব করলেন, ছেলে শিশু মেয়ে শিশুর মত নয় আর আল্লাহ তার মায়ের দোয়া কবুল করলেন, তাকে বর্ধিত করলেন সুন্দর বর্ধনে আর তাকে সমর্পন করলেন যাকারিয়া(আঃ) এর অভিভাবকত্বে। যত বারই তাকে দেখতে যেতেন যাকারিয়া(আঃ), তিনি দেখতে পেতেন ঐশি খদ্যদ্রব্য শোভিত মরিয়মের গৃহ। আর আল্লাহর ফেরেশতা উচ্চারন করলেন "হে মরিময় নিশচই আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন, করেছেন পবিত্র, বিশ্ব জগতের সকল নারীর উপর তোমায় নির্বাচন করেছেন। " শিক্ষা: পিতা-মাতার দোয়া তার সন্তানের জন্য চরম আশির্বাদ, হোক সে ছেলে অথবা মেয়ে।

এক জন সুশন্তানই পাড়ে তার অভিভাবককে ইহলৌকিক ও পরলৌকিক জগতে সম্মানিত করতে। ছেলে হোক বা মেয়ে, এক জন সুশন্তান তৈরী করাই সকল অভিভাবকের আরাধ্য ও লক্ষ হওয়া উচিত। শিক্ষা ২- অনাগত বংশধর যেন কল্যাণকর হয় সেজন্য নিয়ত আল্লাহর কাছে দোয়া করা। ---- গরীবের কথা *** পূনশ্চ: 'শিক্ষা' অংশটুকু আমার নিজের উপলবদ্ধি। সুতরাং পাঠক ভেদে তা ভিন্ন ভিন্ন হওয়ারই কথা মন্তব্যাকারে শেয়ার করুন গল্প সম্পর্কে আপনার উপলবদ্ধি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।