আমাদের কথা খুঁজে নিন

   

আমার মায়ের ক্যান্সার...

মানবদেহে সবচেয়ে ভয়ানক রোগগুলির মধ্যে অন্যতম হল ক্যান্সার । ক্যান্সার আক্রান্ত মানুষের বাঁচার সম্ভাবনা হয় খুব ক্ষীণ । কিন্তু প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা গেলে তার প্রতিকার করা সম্ভব হয় । আমার মায়ের ক্যান্সার হয়েছে । হাতের দুটি আঙ্গুলে প্রাথমিকভাবে ক্যান্সার আক্রান্ত কোষ পাওয়া গেছে ।

এখনো তা নিরাময়যোগ্য । কিন্তু এখনি যদি চিকিতসা না করা হয় তাহলে আস্তে আস্তে তা সমগ্র দেহে ছড়িয়ে পড়বে এবং আমার মাকে বাচানো যাবে না । জিজ্ঞেস করবেন না আমার মা কে? আমার মা হচ্ছে এই দেশ, এই বাংলাদেশ । যার সবকিছু গ্রহন করে আজকে আমি এই অবস্থায় আছি । সে আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে মানুষ করেছে, তার হাওয়া পানি আমাকে বিকশিত করেছে ।

সে তো আমার মা বৈ অন্য কিছু হতে পারে না । কিন্তু আমার মায়ের যে ক্যান্সার ! যেই মহান যুদ্ধের মাধ্যমে বাংলার সোনার ছেলেরা তাদের মাকে শত্রুমুক্ত করেছিল, সেই যুদ্ধের বিরোধিতাকারী এ দেশীয় দোসরশক্তি আজো ক্যান্সার রূপে আমাদের মায়ের শরীরে বাসা বেধে আছে । কষ্ট হয়, দুঃখ হয় , বেদনা সব রঙ এসে ভর করে যখন তাদেরকে এখনো দেখি আমাদের মায়ের দিকে চোখ রাঙাতে । আসুন, আসুন তাদের একটা জবাব দেই, আসুন তাদেরকে দেখিয়ে দেই, যে চেতনা নিয়ে ৭১ এ জাতির সুর্য সন্তানেরা যুদ্ধ করেছিল সেই চেতনা আজো আমরা আমাদের ধমনীতে নিয়ে বয়ে বেড়াচ্ছি । এটা কোন অস্ত্রের লড়াই নয়, এটা চেতনার যুদ্ধ ।

এ যুদ্ধে পরাজিত হওয়া যাবে না কারণ তা না হলে আমরা আমাদের মাকে হারিয়ে ফেলব । এ মা আমার একার মা নয়, এ মা আমাদের সবার মা । তাকে রক্ষার দায়িত্ব আমাদের সবার । আসুন শাহবাগ, প্রতিবাদী হোন, আসুন বাচিঁয়ে তুলি আমাদের সবার মাকে । মনে রাখবেন মা বাঁচলেই আপনি বাঁচবেন, আর না হলে আপনি ও বাঁচতে পারবেন না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.