আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী স্পিকার, মন্ত্রী-সাংসদ ও বিচারপতিদের বেতন বাড়ল : আমাদের মত ম্যাংগো পিপলদের কি হবে



রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও মন্ত্রীদের বেতন ৮৩ শতাংশ বাড়ানো হচ্ছে। একইসঙ্গে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংসদদেরও একই হারে বেতন বাড়ানো হচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতি পাবেন ৬১ হাজার ২০০ টাকা। এ পদে তাঁর বর্তমান বেতন ৩৩ হাজার ৪০০ টাকা। একইভাবে প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

গতকাল সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবিত কয়েকটি আইন অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। আইনগুলো জাতীয় সংসদে পাস হওয়ার পর তা কার্যকর হবে। অনুমোদিত আইনগুলো হলো: দ্য প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫; দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫; দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩; স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৪; সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডিন্যান্স, ১৯৭৮ এবং দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডার, ১৯৭৩। প্রেস সচিব বলেন, বেতন বাড়ানোর পাশাপাশি অন্যান্য ভাতাও বাড়ছে।

পরিবর্তিত অর্থনৈতিক অবস্থা এবং জাতীয় বেতনস্কেল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে বেতন বাড়ানো হচ্ছে। তিনি বলেন, সপ্তম বেতন বোর্ড কাঠামোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সংস্থাপনসচিবসহ অন্যদের বেতন ৮৩ শতাংশ বাড়ানোর কারণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ অন্যদের বেতনও সমহারে বাড়ানো হচ্ছে। মন্ত্রীদের বেতন ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০, প্রতিমন্ত্রীর বেতন ২৬ হাজার ১০০ টাকা থেকে ৪৭ হাজার ১০০, উপমন্ত্রীর বেতন ২৪ হাজার ৬৫০ থেকে ৪৫ হাজার ১৫০, স্পিকারের বেতন ৩১ হাজার টাকা থেকে ৫৭ হাজার ২০০, ডেপুটি স্পিকারের বেতন ২৯ হাজার থেকে ৫৩ হাজার ১০০, প্রধান বিচারপতির বেতন ৩০ হাজার ৫০০ টাকা থেকে ৫৬ হাজার, আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার থেকে ৫৩ হাজার ১০০ টাকা, হাইকোর্টের বিচারপতিদের বেতন ২৭ হাজার থেকে ৪৭ হাজার টাকা এবং সাংসদদের বেতন ১৫ হাজার থেকে ২৭ হাজার ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গত জানুয়ারিতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাবসংবলিত আইন মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হয়েছিল। পরে ওই বৈঠকে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, বিচারপতি ও সাংসদদের বেতন বাড়ানোর প্রস্তাব পাঠানোর জন্যও বলা হয়।

গতকালের বৈঠকে মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের বরেণ্য রাজনীতিবিদ, দার্শনিক, বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিক, বিশিষ্ট নাগরিক ও সংগঠনের অবিস্মরণীয় অবদানের জন্য সম্মাননা প্রদান এবং বাংলাদেশ কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুসমর্থন আলোচ্যসূচিতে থাকলেও সময়ের অভাবে তা উত্থাপিত হয়নি বলে প্রেস সচিব জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। এটা আজকের প্রথম আলোতে প্রকাশিত খবর, আমি এখানে শেয়ার করলাম বর্তমান এই ঊর্দ্ধ মূ্ল্যগতির বাজারে এই ধরণের সিদ্ধান্ত কি প্রভাব ফেলবে সে সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.